সেরা দশটি জিকে- সেট ৯

সেরা দশটি জিকে- সেট ৯
1) কোন দেশকে‘বিশ্বের সারাংশ' বলা হয়?
2) জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ভারতের প্রথম মহিলা?
3) পৃথিবীর উচ্চতম শহর কোনটি?
4) টিকাকরণের জনক কাকে বলা হয়?
5) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
6) 'নুরজাহান' শব্দের অর্থ কী?
7) 'দ্বিতীয় আলেকজান্ডার' কাকে বলা হয়?
8) আইনজীবিদের স্বর্গ কাকে বলা হয়?
9) সমগ্র এশিয়া মহাদেশ থেকে কে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
10) ধরিত্রী দিবস কবে উদযাপিত হয়?


উত্তর
1) ভারতকে (বৈচিত্রের জন্য)।
2) আশাপূর্ণা দেবী।
3) ওয়েন চুয়ান (তিব্বত, চিন)।
4) এডোয়ার্ড জেনার।
5) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
6) জগতের আলো।
7) আলাউদ্দিন খিলজি।
8) ভারতীয় সংবিধানকে।
9) রবীন্দ্রনাথ ঠাকুর(১৯১৩)।
10) প্রতি বছর ২২শে এপ্রিল।