সেরা দশটি জিকে- সেট ১০
১.উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় ?
২.বিশ্বের কোন্ দেশে সবচেয়ে বড় লিখিত সংবিধান আছে ?
৩.কোন্ শহরটি দুটি মহাদেশে অবস্থিত ?
৪.বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কবে ?
৫. ভারতে কে প্রথম জাতীয় পতাকা উত্তোলণ করেন ?
৬. শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল ?
৭. রবিঠাকুরের রচিত 'ভানুসিংহের পদাবলী ' -র গানগুলি কত নং স্বরলিপিতে আছে ?
৮. বায়ুমন্ডলে কোন্ গ্যাসের পরিমাণ বেশী ?
৯. মহাত্মা গান্ধী কাকে রাজনৈতিক গুরু হিসেবে মানতেন ?
১০. কোন্ পাখি বেশীক্ষণ উচুঁতে উড়তে পারে ?
উত্তর
১. জাপান ,
২. ভারত ,
৩.মনরোভিয়া ,
৪ 1921 সালের 23 শে ডিসেম্বর ,
৫.সুরেন্দ্রনাথ ব্যানার্জী( 1906 ),
৬.ভুবনজঙ্ঘা ,
৭. 21 নং ,
৮. নাইট্রোজেন ,
৯. গোপালকৃষ্ণ গোখলে ,
১০. পায়রা।