১৪ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার ডঃ বি আর আম্বেদকরের জন্মস্থান কোথায়?
২) চলতি কমনওয়েলথ গেমসে কোন খেলোয়াড় প্রথম ভারতীয় হিসেবে জ্যবলিন থ্রো-তে সোনা জিতলেন?
৩) সাম্প্রতিককালে সিরিয়ার ডাউমা (Dowma) কী কারণে খবরের শিরোনামে এসেছে?
৪) ভারতের প্রবাদপ্রতিম মহিলা বক্সার মেরি কম কোন রাজ্যের অধিবাসী?
৫) বর্তমানে জার্মানির চ্যান্সেলর কে আছেন?
উত্তর
১) মধ্যপ্রদেশের মহু-তে(১৪ই এপ্রিল তাঁর ১২৭ তম জন্মদিবস),
২) নীরজ চোপড়া,
৩) সাম্প্রতিক ইতিহাসে এখানেই প্রথম রাসায়নিক মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে (আমেরিকা, ফ্রান্স এবং ইংল্যান্ড এই ভয়ংকর হামলা চালিয়েছে বলে রাশিয়া অভিযোগ করছে)
৪) মনিপুর (আজ কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন মেরি কম)
৫) এঞ্জেলা মার্কেল।