১৫ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) আজ কোন বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞের জন্মদিন?
২) আজ কোন ভারতীয় অঙ্গরাজ্যের প্রতিষ্ঠা দিবস?
৩) এবছর কোন অভিনেতা 'রাজ কাপুর লাইফটাইম এচিভমেন্ট পুরষ্কার' পেতে চলেছেন?
৪) ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কে?
৫) কমনওয়েলথ গেমসে আজ মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে কে সোনা জিতলেন?
উত্তর
১) অর্যভট্ট (উল্লেখ্য যে, অর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন।),
২) হিমাচল প্রদেশ (ভারতের ১৮তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল),
৩) ধর্মেন্দ্র,
৪) রাজ্যবর্ধন সিং রাঠোর (ইনি নিজেও একজন শ্যুটার, ২০০৪ সালে অলিম্পিকে রূপো জিতেছিলেন)
৫) সাইনা নেহওয়াল।