সেরা দশটি জিকে-সেট ৮

সেরা দশটি জিকে-সেট ৮
১। ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয় কবে?
২। ভারতের সংসদ ভবনটি কে উদ্বোধন করেন?
৩। 'অপারেশন পোলো' (১৯৪৮)-র কী উদ্দেশ্য ছিল?
৪। প্রথম অর্থ কমিশনের কার্যকরী চেয়ারম্যান কে ছিলেন?
৫। ঐতিহাসিক পাটলিপুত্র শহরটি বর্তমানে কোথায়?
৬। ভারতের প্রথম ক্যাশলেস দ্বীপ কোনটি?
৭। কোন গভর্ণর জেনারেলের আমলে সতীদাহ নিষিদ্ধ হয়েছিল?
৮। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি.। এই ডি.সি(DC)-র পুরো নাম কী?
৯। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কত তম রাষ্ট্রপতি হলেন?
১০। কোনো বিল অর্থবিল কি না তা কে ঠিক করে দেন?


উত্তর
১। ১৯৫১ সালে,
২। লর্ড আরউইন,
৩। হায়দ্রাবাদ উদ্ধার করা,
৪। কে সি নিয়োগী,
৫। বিহারের পাটনা,
৬। মনিপুরের করঙ্গ,
৭। লর্ড উইলিয়াম বেন্টিংক,
৮। ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া,
৯। ৪৫ তম,
১০। স্পিকার বা অধ্যক্ষ।