সেরা দশটি জিকে-সেট ৭
১। লালচে গ্রহ কোনটি?
২। ক্ষুদ্রতম অস্থি কোনটি?
৩। প্রসিদ্ধ আলচি গুম্ফা কোন রাজ্যে রয়েছে?
৪। কোন স্থানটি মুসলিম, খ্রিষ্টান এবং ইহুদিদের পবিত্র স্থান?
৫। কোন দেশের মুদ্রাকে বলা হয় 'লাট'?
৬। কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
৭। চার্লস ডারউইন-এর জাহাজটির নাম কী?
৮। মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ- কার লেখা?
৯। RAW পুরো নাম কী?
১০। প্রথম মহিলা মহাকাশচারী কে?
উত্তর
১। মঙ্গল গ্রহ,
২। মধ্য কর্ণের স্টেপিস,
৩। জম্মু ও কাশ্মীর,
৪। জেরুজালেম,
৫। লাটভিয়া,
৬। প্রসেসর,
৭। বিগল,
৮। মহাত্মা গান্ধী,
৯। রিসার্চ এন্ড অনালিটিকাল উইংস,
১০। ভেলেন্টিনা তেরেস্কভা।