সেরা দশটি জিকে-সেট ৬

সেরা দশটি জিকে-সেট ৬
১। পিপলস লিটল থিয়েটার কে প্রতিষ্ঠা করেন?
২। ক্ষুদ্রতম দেশ কোনটি?
৩। কার নেতৃত্বে বাংলায় বর্গীহানা হয়েছিল?
৪। সৌরজগতে ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি?
৫। কোন শিখ গুরু আদিগ্রন্থ সংকলন করেন?
৬। রেডিয়াম কে আবিষ্কার করেন?
৭। প্যাসকেল কিসের একক?
৮। সবচেয়ে শক্তিশালী হাড় কোনটি?
৯। বৃক্কের গঠনগত একক কী?
১০। কথাকলি কোন রাজ্যের নৃত্যকলা?


উত্তর
১। উৎপল দত্ত
২। ভ্যাটিকান সিটি
৩। ভাস্কর পন্ডিত
৪। ডিমোস
৫। পঞ্চমগুরু অর্জুন দেব
৬। পিয়েরি কুরি এবং ম্যাডাম কুরি
৭। চাপ মাপার
৮। সিন বোন (পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত)
৯। নেফ্রন
১০। কেরালা