সেরা দশটি জিকে-সেট ৫
১। তাওবাদের প্রবক্তা কে?
২। হিদাসপাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
৩। ভারতের জাতীয় দিনপঞ্জিকা কোনটি?
৪। জম্মু-কাশ্মীরের সরকারি ভাষা কী?
৫। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে?
৬। দিল্লির সংসদ ভবনটি কে উদ্বোধন করেন?
৭। সৌরজগতের কেন্দ্রে আছে পৃথিবী- এই মতবাদের জনক কে?
৮। বৃহত্তম মহাসাগর কোনটি?
৯। রোমান সংখ্যায় 400 কিভাবে লেখা হয়?
১০। একটি নোনাগন (Nonagon)-এ কটি বাহু থাকবে?
উত্তর
১। লাওৎসে,
২। ৩২৬ খ্রি:পূ:,
৩। শকাব্দ,
৪। উর্দু,
৫। ৩৫ বছর,
৬। লর্ড আইউইন,
৭। টলেমি,
৮। প্রশান্ত মহাসাগর,
৯। CD,
১০। নটি বাহু।