WBCS Preliminery Exam 2021

WBCS Preliminery Exam 2021

WBCS প্রিলিমিনারি প্রশ্নোত্তর 2021

WBCS প্রিলিমিনারি প্রশ্নোত্তর 2021

1. The word 'claustrophobia' means

(A) fear of darkness

(B) fear of crowds

(C) fear of confined spaces

(D) fear of water


2. Fill in the blank with the suitable option:

She .... from the bus and walked to the back-gate.

(A) boarded

(B) stepped

(C) moved

(D) alighted


3. To feel 'under the weather means

(A) feel depressed

(B) feel uncomfortable

(C) feel unwell

(D) feel uncertain


4. The word vicissitude means

(A) change

(B) stagnation

(C) uniformity

D) stability


5. The synonym of supercilious is

(A) officious

(B) superficial

(C) delicious

(D) haughty


6. The word 'officious' means

(A) self-important

(B) official

(C) serious

(D) enterprising


7. Fill in the blank with the suitable preposition:

He presided .... the meeting.

(A) over

(B) at

(C) in

(D) for


8. Select the correct answer to fill in the blank.

The ship, with its crew .... lost.

(A) were

(B) was

(C) were getting

(D) was being


9. A place where bees are kept -

(A) Aviary

(B) Abattoir

(C) Granary

(D) Apiary


10. Select the correct spelling:

(A) Accommodition

(B) Accommodation

(C) Accomodation

(D) Acommodation


11. Add a suitable prefix to form the opposite of the word 'capable'.

(A) Uncapable

(B) Noncapable

(C) Ill-capable

(D) Incapable


12. The expression 'holier than thou' means

(A) pure

(B) religious

(C) moralistic

(D) sanctimonious


13. The idiomatic expression ‘make both ends meet' means

(A) get by

(B) get over

(C) get done

(D) get well


14. The idiomatic expression, once in a blue moon, means

(A) rarely

(B) frequently

(C) regularly

(D) never


15. The antonym of the word weird is

(A) Normal

(B) Casual

(C) Tired

(D) Worried


16. Convert the given sentence into an interrogative sentence:

I will meet you tomorrow.

(A) Where will you meet me?

(B) How will you meet me?

(C) Will you meet me?

(D) When will you meet me?


17. Fill in with a suitable preposition:

He is taller than you .... two inches.

(A) with

(B) of

(C) in

(D) by


18. The antonym of the word superficial is

(A) Deep

(B) Artificial

(C) Apparent

(D) True


19. The past tense of rewind is

(A) rewinded

(B) rewounded

(C) rewound

(D) None of the above


20. The serenity of the place overwhelmed me.

Replace the underlined word with a suitable word.

(A) Noiselessness

(B) Calmness

(C) Isolation

(D) Seclusion


21. Choose the right option:

While I .... in the library, someone threw a ball through the window.

(A) was sitting

(B) was seated

(C) had been sitting

(D) am sitting


22. Which is the correct sentence?

(A) Anone-eyed person was seen roaming about the streets.

(B) A one-eyed person was seen roaming about the streets.

(C) The one eyed person was seen roaming about the streets.

(D) One-eyed person was seen roaming about the streets.


23. 'La Gioconda' (Mona Lisa) is .... unique work of art.

Fill in the blank with the suitable article.

(A) the

(B) an

(C) a

(D) this


24. Fill in the blank with the right option:

He was offended .... me unjustly.

(A) at

(B) for

(C) with

(D) towards


25. Choose the right word for love of oneself.

(A) Hedonism

(B) Masochism

(C) Narcissism

(D) Sadism


26. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক হল ?

(A) রাজস্থান

(B) ওড়িশা

(C) ঝাড়খণ্ড

(D) ছত্তিশগড়


27. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?

(A) মৌৰ্য্য রাজবংশ

(B) সেন রাজবংশ

(C) হুসেনশাহী রাজবংশ

(D) পাল রাজবংশ


28. কোন সুলতান সিংহাসনে আরােহণ করার আগে দাস ছিলেন না?

(A) কুতুবউদ্দিন আইবক

(B) ইলতুতমিস

(C) আলাউদ্দিন খিলজি

(D) বলবন


29. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন

(A) প্রধানমন্ত্রীর দ্বারা

(B) রাষ্ট্রপতির দ্বারা

(C) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা

(D) ক্যাবিনেট-এর দ্বারা


30. “স্বরাজ আমার জন্মগত অধিকার" - কার উক্তি?

(A) বিনায়ক দামােদর সাভারকার

(B) বাসুদেব বলবন্ত ফাকে

(C) বাল গঙ্গাধর তিলক

(D) বালকৃষ্ণ চাপেকার


31. আদর্শ গ্যাসের অণুর জন্য rms বেগ এবং most probable বেগের অনুপাত হল-

(A) 3:1

(B) 1 : 3

(C) 3 : 2

(D) 2 : 3


32. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত ?

(A) জাস্কার ও পীরপাঞ্জাল

(B) জাস্কার ও কারাকোরাম

(C) কারাকোরাম ও শিবালিক

(D) জাস্কার ও শিবালিক


33, ঘড়িতে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হল

(A) 1:12

(B) 12:1

(C) 24:1

(D) 1:24


34, নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন

(A) আন্না হাজারে

(B) মেধা পাটকর

(C) রামদেব

(D) বিনায়ক সেন


35. '1857'-র পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে ?

(A) চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক ডব্লিউ. সি. রান্ড-কে হত্যা

(B) ভগত সিং ও শিবরাম রাজগুরুর ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্স-কে হত্যা

(C) মদনলাল ধিংড়া কর্তৃক উইলিয়াম হাট কার্জন উইলি-কে হত্যা

(D) অনন্ত লক্ষ্মণ কাহ্নেরে কর্তৃক পুলিশ কর্তা জ্যাকসন হত্যা


36, বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন? 

(A) দেবপাল 

(B) ধর্মপাল

(C) রামপাল 

(D) শশাঙ্ক


37. কে বলেছেন,''চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে”? 

(A) মার্টিন লুথার কিং 

(B) এম. কে, গান্ধী 

(C) নেলসন ম্যান্ডেলা 

(D) কার্ল মার্স


38. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত ঃ 

(A) কারাকোরাম 

(B) জাস্কার 

(C) পীরপাঞ্জাল 

(D) শিবালিক 


39. "2020 সালের সাহিত্যে নোবেল প্রাইজ' দেওয়া হয় যাঁকে তিনি হলেন

(A) Louise Glick

(B) John Dranow 

(C) Peter Handke 

(D) Peter Ackroyd


40. বঙ্গভঙ্গের সময়ে কোন বাঙালি কবি “বান এসেছে মরা গাঙে” গানটি রচনা করেন? 

(A) রবীন্দ্রনাথ ঠাকুর 

(B) লালন ফকির 

(C) কাজী নজরুল ইসলাম 

(D) মুকুন্দ দাস


41. পশ্চিমবঙ্গ সরকারের সবুজ-সাথী প্রকল্পে সরকারি/ সরকারপােষিত/মাদ্রাসা/বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় ?

(A) নবম শ্রেণি থেকে দশম শ্রেণি

(B) দশম শ্রেণি থেকে একাদশ শ্রেণি

(C) একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি

(D) নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি


42, নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?

(A) সিংহ

(B) হস্তি

(C) ব্যাঘ্র

(D) গণ্ডার


43, 0 K এ থাকা শুদ্ধ সিলিকন হল

(A) অর্ধপরিবাহী

(B) ধাতু

(C) অন্তরক

(D) অতিপরিবাহী


44. ভারতে প্রত্যক্ষ কর কোনটি ?

(A) VAT

(B) জি.এস.টি

(C) সম্পদকর

(D) শুল্ককর


45. 'Yaas' হল একটি সুপার সাইক্লোন, যার নাম দিয়েছে

(A) ভারত

(B) ওমান

(C) শ্রীলঙ্কা

(D) বাংলাদেশ


46. বদভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?

(A) কচ্ছ উপসাগর

(B) সুন্দরবন ব-দ্বীপ

(C) কোঙ্কন উপকূল

(D) চম্বল উপত্যকা


47. ‘একা আন্দোলন’ কী ছিল?

(A) একটি ধর্মীয় আন্দোলন

(B) একটি কৃষক আন্দোলন

(C) একটি গােপন বিপ্লবী আন্দোলন

(D) উপরের কোনােটিই নয়


48. শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ করা গিয়েছিল ?

(A) শ্রীকান্ত

(B) পথের দাবী

(C) পল্লীসমাজ

(D) উপরের কোনােটিই নয়


49. একটি লেন্সের ক্ষমতা +2:0D। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হল

(A) 50 cm, অবতল

(B) 50 cm, উত্তল

(C) 100 cm, উত্তল

(D) 100 cm, অবতল


50. কমপ্যাক্ট ডিস্ক (CD)-তে যে বর্ণালী দেখা যায় তার কারণ

(A) প্রতিসরণ

(B) প্রতিফলন

(C) অপবর্তন (ব্যবৰ্তন)

(D) সমবর্তন


51. Joseph Robinette Biden Jr. হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি। তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন

(A) রিপাবলিকান পার্টি

(B) লেবার পার্টি

(C) ডেমােক্র্যাটিক পার্টি

(D) ন্যাশনালিস্ট পার্টি


52. উভয়পক্ষ সমান রান করা সত্ত্বেও 2019 সালের ICC যে বিশ্বকাপ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড- এর মধ্যে হয়, তাতে ইংল্যান্ড বিজয়ী হয়, কারণ

(A) ইংল্যান্ড আয়ােজক দেশ ছিল

(B) সুপার ওভার-এ বাউন্ডারি ইংল্যান্ড বেশি করে।

(C) ইংল্যান্ড টসে জেতে

(D) নিউজিল্যান্ড ম্যাচ-ফিক্সিং করে হারে


53. WHO-এর মতে Covid-19 রােগের জন্য দায়ী ভাইরাসটির অফিশিয়াল নাম হল

(A) SARS-CoV-2

(B) Covid-19

(C) nCovid-19

(D) করােনা ভাইরাস


54. সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন

(A) হ্যামিলটন সাহেব

(B) মেজর উইলিয়াম টলি

(C) স্কট

(D) ড্যাম্পিয়ার ও হজেস


55. কে কলকাতায় এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন ?

(A) আলেকজান্ডার ক্যানিংহ্যাম

(B) জন স্টুয়ার্ট মিল

(C) উইলিয়াম জোনস

(D) ডেভিড হেয়ার


56. অমুক্তমাল্যদা-র রচয়িতা কে?

(A) রাজরাজ চোল

(B) হর্ষবর্ধন

(C) দেব রায়

(D) কৃষ্ণদেব রায়


57. June, 2021 হিসেবে ভারতের বর্তমান মুখ্য নির্বাচনী কমিশনার কে?

(A) অনিল চৌহান

(B) সুশীল চন্দ্র

(C) সুনীল চন্দ্র

(D) অনিল মালহােত্রা


58. ভারতীয় সংবিধানের কোন সংশােধনীর দ্বারা ভােটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?

(A) 60 তম

(B) 62 তম

(C) 61 তম

(D) 63 তম


59. সংবিধানের 18 নং অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে।

(A) সাম্য

(B) স্বাধীনতা

(C) ধর্মীয় স্বাধীনতা

(D) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার


60. আসন্ন টোকিও ওলিম্পিকের জন্য ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক হিসেবে কার নাম বিবেচিত হয়েছে?

(A) মনপ্রীত সিং

(B) হরমনপ্রীত সিং

(C) পি. আর. শ্রীজেশ

(D) বীরেন্দ্র লাকড়া


61, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযােজ্য নয় যদি

(A) কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়

(B) কন্যাটি JJ Home-এর বাসিন্দা হয়

(C) কন্যাটি তার বাবা-মা দুজনকেই হারিয়ে থাকে

(D) উপরের সবকটিই


62. অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন

(A) প্রধানমন্ত্রী

(B) স্পীকার

(C) বিরােধী দলনেতা

(D) রাষ্ট্রপতি


63. ঈশ্বরের শহর’ খাজুরাহাে UNESCO স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট, যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি, তিনি হলেন

(A) ইবন বতুতা

(B) ইবন সীনা

(C) আবু রীহান আলবেরুনি

(D) ওমর খৈয়াম


64. বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?

(A) স্কটিশ

(B) আইরিশ

(C) ওয়েলস্

(D) উপরের কোনােটিই নয়


65. 'Perseverance' নামে নাসা-প্রেরিত রােভারটি যে স্থানে সাফল্যের সাথে অবতরণ করানাে হয়েছে, তা হল

(A) চাঁদ

(B) মঙ্গল

(C) বৃহস্পতি

(D) সূর্য


66, ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ

(A) 5 কোটি থেকে 75 কোটি টাকা

(B) 5 কোটি টাকার নীচে

(C) 75 থেকে 150 কোটি টাকা

(D) 150 থেকে 200 কোটি টাকা


67. '1857'-এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

(A) আওরঙ্গজেব

(B) মির কাশিম

(C) দ্বিতীয় বাহাদুর শাহ

(D) সরফরজ খাঁ


68. সুন্দরবন-কে ‘রামসার ক্ষেত্র হিসাবে ঘােষণা করা হয়

(A) 1987 খ্রিস্টাব্দে

(B) 1972 খ্রিস্টাব্দে

(C) 2018 খ্রিস্টাব্দে

(D) 2019 খ্রিস্টাব্দে


69. ভারতীয় সংবিধানের জিম্মাদার (custodian) কে ?

(A) রাষ্ট্রপতি

(B) উপ-রাষ্ট্রপতি

(C) পার্লামেন্ট

(D) সুপ্রিম কোর্ট


70. ‘ডান্ডি অভিযান’ কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল?

(A) স্বদেশী-বয়কট আন্দোলন

(B) অসহযােগ আন্দোলন।

(C) আইন অমান্য আন্দোলন

(D) ভারত ছাড়াে আন্দোলন


71. খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য?

(A) ভারত

(B) আরব

(C) ইরান

(D) তুর্কী


72, 'Letters from Burma' নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন

(A) আঙ সান সু চি

(B) রাসবিহারী বসু

(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(D) সুভাষচন্দ্র বসু


73. তাপীয় পরিবাহিতা (k) এবং তড়িৎ পরিবাহিতা ()-র সাপেক্ষে হীরকের (diamond) থাকে

(A) নিম্ন K ও উচ্চ ১

(B) উচ্চ K ও নিম্ন ১

(C) উচ্চ k ও উচ্চ ১

(D) নিম্ন k এবং নিম্ন ১


74, কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

(A) 1911

(B) 1817

(C) 1854

(D) 1857


75. ‘শের-ই-বাঙ্গাল’ কাকে বলা হত ?

(A) ফজলুল হক

(B) হাজি মহম্মদ মহসীন

(C) মৌলানা আবুল কালাম আজাদ

(D) নবাব সেলিমুল্লাহ


76. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

(A) মহেন্দ্রগিরি

(B) নীলগিরি

(C) জিন্দাগাদা

(D) আনাইমুদি


77. এন.আর.সি. বর্তমানে .... আকারে আছে।

(A) খসড়া

(B) বিল

(C) আইন

(D) উপরের কোনােটিই নয়


78. 'চিপকো আন্দোলন’ ... হিসাবে পরিচিত।

(A) নারীবাদী আন্দোলন

(B) উপজাতীয় আন্দোলন

(C) রাজনৈতিক আন্দোলন

(D) জাতপাত আন্দোলন


79. কোন মধ্যযুগীয় শাসক আইন-ই-দহশালা প্রবর্তন করেন?

(A) বলবন

(B) ফিরােজ তুঘলক

(C) শের শাহ

(D) আকবর


80. নীতি-আয়ােগ গঠিত হয়।

(A) পয়লা জানুয়ারী, 2015 তারিখে

(B) পয়লা জানুয়ারী, 2016 তারিখে

(C) পয়লা জানুয়ারী, 2017 তারিখে

(D) পয়লা জানুয়ারী, 2018 তারিখে


81. কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন

করেন?

(A) ভি. ডি. সাভারকর

(B) বি. জি. তিলক

(C) শুকদেব থাপার

(D) চন্দ্রশেখর আজাদ


82. কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে ‘সেফটি ভাল্ব তত্ত্ব প্রচার করেছিলেন ?

(A) এ. ও. হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে

(B) লর্ড ডাফরিন, ভারত সভা সম্পর্কে

(C) চার্লস্ টেগার্ট, জমিদারী সম্পর্কে

(D) লর্ড মেকলে, ব্রিটিশ-ইন্ডিয়া লীগ সম্পর্কে


83. এশিয়ান গেমসে স্বর্ণপদকপ্রাপ্ত বক্সার সাম্প্রতিক 42 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর নাম কী?

(A) পূজা রানী

(B) ডিংগকো সিং

(C) অমিত ফাংগাল

(D) শিবা থাপা


84. খুতবার অর্থ হল

(A) শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ

(B) রাজকীয় আদেশনামা

(C) ধর্মীয় আদেশনামা

(D) একটি কর


85. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

(A) পিণ্ডারি

(B) গঙ্গোত্রী

(C) সিয়াচেন

(D) হিসপার


86. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

(A) বাঁকুড়া

(B) পশ্চিম বর্ধমান

(C) বীরভূম

(D) পুরুলিয়া


87. রামচরিতমানস-এর রচয়িতা হলেন

(A) হরিসেন

(B) হর্ষবর্ধন

(C) তুলসীদাস

(D) জয়দেব


88. একটি ব্যাটারিতে 10টি কোষ আছে যার প্রতিটির তড়িৎচালক বল হল 1V। যদি 2টি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে, তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হবে

(A) 8V

(B) 10V

(C) 6V

(D) 12V


89. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে ?

(A) রায়ডাক

(B) সঙ্কোশ

(C) কালজানি

(D) চেল


90. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?

(A) আলাউদ্দিন খিলজি

(B) বলবন

(C) ইলতুতমিস

(D) মহম্মদ বিন তুঘলক


91. নীলদর্পণ নাটক কার রচনা?

(A) হরিশচন্দ্র মুখ্যোপাধ্যায়

(B) গিরীশচন্দ্র ঘােষ

(C) দ্বিজেন্দ্রলাল রায়

(D) দীনবন্ধু মিত্র


92. মার্চ, 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম

(A) প্রিয়দর্শিনী

(B) ভারতী

(C) মৈত্রী

(D) দক্ষিণ গঙ্গোত্রী


93. হাইড্রলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল

(A) আর্কিমিডিসের সূত্র

(B) পাস্কালের সূত্র

(C) রেনল্ডের সূত্র

(D) বার্নৌলির সূত্র


94. কোনাে দোলনায় বসে থাকা লােকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল

(A) বাড়বে

(B) একই থাকবে

(C) কমবে

(D) শূন্য হবে


95. 'সন্ধ্যা’ শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?

(A) সতীশ চন্দ্র মুখোপাধ্যায়

(B) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

(C) শিশির কুমার ঘােষ

(D) ভূপেন্দ্রনাথ দত্ত


96. জুন, 2021 হিসেবে ভারতের সর্ববৃহৎ IT কোম্পানিটি হল

(A) Wipro

(B) HCL Technology

(C) TCS

(D) Tech Mahindra


97. ভাগীরথী ও অলকানন্দার সংযােগস্থল অবস্থিত

(A) রুদ্র প্রয়াগ-এ

(B) দেবপ্রয়াগ-এ

(C) হরিদ্বার-এ

(D) এলাহাবাদ-এ


98. কোন মুসলিম সেনানায়ক ত্রয়ােদশ শতকে বঙ্গদেশ জয় করেন?

(A) তৈমুর

(B) ইক্তিয়ারুদ্দিন বিন বক্তিয়ার খিলজি

(C) চেঙ্গিজ খাঁ

(D) আবদুর রহিম খান ই খানান


99. কে নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন?

(A) শাহিদ আমিন

(B) রনজিৎ গুহ

(C) পার্থ চ্যাটার্জী

(D) গৌতম ভদ্র


100. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?

(A) আকবর

(B) শের শাহ

(C) মহম্মদ বিন তুঘলক

(D) আলাউদ্দিন খিলজি

101, 2021 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে ছিলেন?

(A) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

(B) বাংলাদেশের প্রধানমন্ত্রী

(C) ভুটানের রাজা

(D) উপরের কেউই নন

102, ‘উলগুলান’ শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত?

(A) মুন্ডা অভ্যুত্থান

(B) সাঁওতাল অভ্যুত্থান

(C) কোল অভ্যুত্থান

(D) গােখা অভ্যুত্থান

103. গান্ধিজি প্রভাবিত হয়েছিলেন

(A) টলস্টয় দ্বারা

(B) ডিকেন্স দ্বারা

(C) মার্কস দ্বারা

(D) লিংকন দ্বারা

104. আন্ত-রাজ্য পরিষদ গঠিত হয়

(A) প্রধানমন্ত্রীর দ্বারা

(B) পার্লামেন্ট-এর দ্বারা

(C) ভারতের প্রধান বিচারপতির দ্বারা

(D) রাষ্ট্রপতির দ্বারা

105. নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না?

(A) বীণা দাস

(B) শান্তি ও সুনীতি

(C) মাতঙ্গিনী হাজরা

(D) কল্পনা দত্ত

106, ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয়

(A) কলকাতায়

(B) রাঁচিতে

(C) যোধপুরে

(D) লক্ষ্মৌ-এ

107. ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণবত’-এর দ্বারা প্রভাবিত

(A) চেন্নাই উপকূল

(B) কেরালা উপকূল

(C) অন্ধ্র উপকূল

(D) বঙ্গ উপকূল

108. নির্বাচন কমিশন গঠন করেন

(A) উপরাষ্ট্রপতি

(B) প্রধানমন্ত্রী

(C) রাষ্ট্রপতি

(D) ভারতের প্রধান বিচারপতি

109. শুষ্ক বরফ হল

(A) -23°C উষ্ণতার বরফ

(B) 4°C উষ্ণতার বরফ

(C) কঠিন SO2

(D) কঠিন CO2

110. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত

(A) তামিলনাড়ুতে

(B) অন্ধ্রপ্রদেশে

(C) মহারাষ্ট্রে

(D) গুজরাটে

111. রেফ্রিজারেটরের বরফ ট্রে (freezing chest) উপরে রাখার কারণ হল-

(A) সহজে ব্যবহার করা যায়

(B) মূল্য সহায়ক হয়

(C) পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হয়।

(D) পরিচলন স্রোত তৈরি হয়

112. পশ্চিমবঙ্গে ‘Export Processing Zone (EPZ)-এর কার্যাবলির সূত্রপাত ঘটে

(A) রায়চকে

(B) ফলতায়

(C) কাকদ্বীপে

(D) হলদিয়ায়

113. ভারতে টাকার নােট ছাপানাের দায়িত্ব আছে

(A) অর্থমন্ত্রক-এর

(B) প্রধানমন্ত্রী অফিস-এর

(C) রিজার্ভ ব্যাংক-এর

(D) স্টেট ব্যাংক-এর

114, গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

(A) লর্ড হার্ডিঞ্জ

(B) লর্ড মিন্টো

(C) লর্ড লিনলিথগাে

(D) লর্ড আরউইন

115. ভারত একটি

(A) রাজ্যসমূহের সংঘ

(B) যুক্তরাষ্ট্র

(C) রাষ্ট্র সমবায়

(D) এককেন্দ্রিক

116, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় ?

(A) 1905

(B) 1911

(C) 1901

(D) 1947

117. পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন

(A) রাষ্ট্রপতির দ্বারা

(B) স্পীকার-এর দ্বারা

(C) পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে।

(D) প্রধানমন্ত্রীর দ্বারা

118, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্র্যান্ড ওল্ড ম্যান অফ্ ইন্ডিয়া’ বলা হয় ?

(A) বদরউদ্দিন তৈয়বজী

(B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(C) গােপালকৃষ্ণ গােখলে

(D) দাদাভাই নৌরজী

119. ভারতে নিম্নলিখিত সংস্থা থেকে টোপােগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় ?

(A) NATMO

(B) GSI

(C) SOI

(D) ZSI

120. মুদ্রাস্ফীতি হল

(A) একবারের মত মূল্যস্তর বৃদ্ধি

(B) উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি

(C) ঘাটতি ব্যয় বৃদ্ধি

(D) ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি

121. মােটর বােট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয়

(A) তির্যক

(B) অনুদৈর্ঘ্য

(C) তির্যক ও অনুদৈর্ঘ্য

(D) স্থান

122. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

(A) 16ই আগস্ট 1946

(B) 26শে জানুয়ারী 1935

(C) 14ই এপ্রিল 1942

(D) 23শে মার্চ 1940

123. তীতুমীরের আসল নাম কী ছিল?

(A) সৈয়দ আমানুল্লা খান

(B) সৈয়দ মীর নাসের আলী

(C) সৈয়দ আমীর আলী

(D) সৈয়দ মীর মহম্মদ খান

124. ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন

(A) 1905 সালে

(B) 1911 সালে

(C) 1931 সালে

(D) 1947 সালে

125. শকাব্দের কবে সূচনা ঘটে ?

(A) 78 A.D.

(B) 78 B.C.E.

(C) 178 B.C.E.

(D) 178 A.D.

126. শারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?

(A) কেরালা

(B) কর্ণাটক

(C) মহারাষ্ট্র

(D) মধ্যপ্রদেশ

127, 2020 সালের ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার পান নীচের কোন ক্রিকেটার?

(A) বিরাট কোহলি

(B) শিখর ধাওয়ান

(C) সুরেশ রায়না

(D) রােহিত শর্মা

128, “অনাবশ্যক মহামহিম” বলা হয় ভারতের

(A) রাষ্ট্রপতিকে

(B) উপরাষ্ট্রপতিকে

(C) রাজ্যপালকে

(D) স্পীকারকে

129. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন

(A) রুদ্রমন

(B) হরিসেন

(C) সমুদ্রগুপ্ত

(D) বাণভট্ট

130. ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার কীসের সংকর ?

(A) Fe এবং Cu

(B) Fe এবং Zn

(C) Sn এবং Cu

(D) Sn এবং Pb

131. ভারতের আদমশুমারি 2011 অনুসারে, নিম্নলিখিত কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে?

(A) চণ্ডীগড়
(B) পুদুচেরি
(C) লাক্ষাদ্বীপ
(D) দমন ও দিউ

132. ভারতে আমদানীকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে ?
(A) সােনা
(B) প্লাটিনাম
(C) পেট্রোলিয়াম পণ্য
(D) অশােধিত পেট্রোলিয়াম পণ্য

133. পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভােক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন?
(A) 50,000 টাকা
(B) 1,00,000 টাকা
(C) 2,00,000 টাকা
(D) 5,00,000 টাকা

134. কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় ?
(A) 1956 সালে
(B) 1947 সালে
(C) 1948 সালে
(D) 1951 সালে

135. সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?
(A) বােলােমিটার
(B) পাইরােমিটার
(C) গ্রিনহাউস
(D) সৌর আলােকতড়িৎ কোষ

136. ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে
(A) 1990 সালে
(B) 1993 সালে
(C) 1995 সালে
(D) 2002 সালে

137. মনসবের অর্থ হল
(A) পদ বা পদমর্যাদা
(B) সেনানায়ক
(C) নিষ্কর ভূমিদান
(D) ধর্মগ্রন্থ

138. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স
(A) 60 বৎসর
(B) 62 বৎসর
(C) 65 বৎসর
(D) 70 বৎসর

139. নিম্নলিখিত নদীটি থেকে কুর্ণল-কুডাপা খাল নির্গত হয়েছে ?
(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) তাপ্তী
(D) তুঙ্গভদ্রা

140, কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত
(A) কটকে
(B) ধানবাদে
(C) কানপুরে
(D) কোয়েম্বাটুরে

141. দশমিক সংখ্যা 4.625-এর বাইনারি (Binary) রূপ হল
(A) 100.001
(B) 100.110
(C) 100.101
(D) 100.011

142. ‘ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ’-এর সঙ্গে কে জড়িত ছিলেন ?
(A) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
(B) মহাদেব গােবিন্দ রানাডে
(C) আনন্দ মােহন বােস
(D) রাসবিহারী বােস

143. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
(A) পার্লামেন্টের সদস্যদের দ্বারা
(B) রাজ্য বিধানসভাসমূহের সদস্যদের দ্বারা
(C) জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে
(D) পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা- সমূহের সদস্যদের দ্বারা

144. মহাত্মা গান্ধির অসহযােগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল ?
(A) তার চশমা
(B) তাঁর চরকা
(C) তাঁর ছড়ি
(D) তাঁর টুপি

145. একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে, হিটারের ক্ষমতা
(A) আনুমানিক 9% বাড়বে
(B) আনুমানিক 11% বাড়বে
(C) আনুমানিক 19% বাড়বে
(D) আনুমানিক 10% কমবে

146. শাস্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয়, সেটি হল
(A) শান্তি
(B) বিজ্ঞান ও প্রযুক্তি
(C) চিকিৎসা
(D) অর্থনীতি

147. সাম্প্রতিককালে বহুচর্চিত ‘toolkit' আসলে হল
(A) অনলাইন বিনিময়ের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম
(B) হ্যাকারদের জন্য একটি সামাজিক মিডিয়া সাইট
(C) ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী
(D) জটিল ইলেকট্রনিক সরঞ্জামের সমাহার

148. গবেষকরা সাম্প্রতিককালে মহাবালেশ্বরের গুহায় বাদুড়ের শরীরে নীচের কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেন ?
(A) নিপা
(B) ইবােলা
(C) কোভিড 19
(D) জিকা

149. কোনাে জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জলপান করে, তবে জলাধারের জলের লেভেল কী হবে?
(A) নীচে নেমে যাবে
(B) উপরে উঠবে
(C) বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করবে
(D) একই থাকবে

150. পুনর্ভবা ও আত্রেয়ী হল নিম্নলিখিত নদীটির শাখানদী-
(A) তাের্সা
(B) তিস্তা
(C) জলঢাকা
(D) রায়ডাক

151. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?
(A) অনিল সীল
(B) ইরফান হাবিব
(C) নুরুল হাসান
(D) আতহার আলি

152. পৃথিবীপৃষ্ঠে সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তবে সেটি
(A) সঠিক সময় দেবে
(B) 6 গুণ দ্রুত চলবে
(C) √6 গুণ দ্রুত চলবে
(D) √6 গুণ ধীরে চলবে
153. ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে।
(A) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(B) আইনের যথাযথ পদ্ধতি
(C) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
(D) আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি

154. ‘Poverty and Unbritish Rule in India' রচয়িতা কে?
(A) রমেশচন্দ্র দত্ত
(B) দাদাভাই নওরােজী
(C) এ. ও. হিউম
(D) অমর্ত্য সেন

155. গত দশ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে?
(A) 8
(B) 6
(C) 5
(D) 3

I56. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত?
(A) চুয়াড় বিদ্রোহ
(B) সন্ন্যাসী বিদ্রোহ
(C) সাঁওতাল বিদ্রোহ
(D) কোল বিদ্রোহ

157. পিঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে
(A) সালফার
(B) ক্লোরিন
(C) ব্রোমিন
(D) নাইট্রোজেন

158. দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালার নিম্নলিখিত পর্যায়ক্রমের মধ্যে কোনটি সঠিক?
(A) কারাকোরাম – লাদাখ – জাস্কার - পীরপাঞ্জাল
(B) লাদাখ - জাস্কার – পীরপাঞ্জাল - কারাকোরাম
(C) জাস্কার - পীরপাঞ্জাল - কারাকোরাম – লাদাখ
(D) পীরপাঞ্জাল- জাস্কার - লাদাখ – কারাকোরাম

159. স্প্রিং ধ্রুবক k-র একটি স্প্রিংকে সমান দু টুকরাে করলে, প্রতিটি টুকরাের স্প্রিং ধ্রুবক হবে
(A) k
(B) k/2
(C) 2k
(D) 4k

160. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?
(A) ভিকোজী রুস্তম কামা
(B) অ্যানি বেসান্ত
(C) সরােজিনী নাইডু
(D) ভগিনী নিবেদিতা

161, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত ?
(A) সুবর্ণরেখা
(B) দ্বারকেশ্বর
(C) বরাকর
(D) কংসাবতী

162. একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি V1 এবং অপর অংশ সমদ্রুতি ,V2 নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে
(A)
(B)
(C)
(D)

163. পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বীমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে?
(A) 50%
(B) 75%
(C) 100%
(D) উপরের কোনােটিই নয়

164, 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের 'নমামি গঙ্গে’ প্রকল্পটি হল
(A) গঙ্গার আরাধনা
(B) গঙ্গা থেকে খালসেচ
(C) গঙ্গার সাথে নদী সংযুক্তি
(D) গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন

165. 2021 সালে ফরাসি ওপেন জয়ী হন কে?
(A) রাফায়েল নাদাল
(B) স্টেফানােস সিটসিপাস
(C) ড্যানিল মেভেদেভ
(D) নােভাক জোকোভিক

166. চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হল
(A) 1:2
(B) 1:5
(C) 1:4
(D) 1:8

167. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হল
(A) গােদাবরী নদী
(B) কাবেরী নদী
(C) পেনগঙ্গা
(D) মহানদী

168. কার্লাইল সার্কুলার কী এবং কবে তা ঔপনিবেশিক ভারতে প্রবর্তিত হয়?
(A) একটি ডিক্রি যা প্রথম বিশ্বযুদ্ধের সময়
রাজনৈতিক সম্মেলন নিষিদ্ধ করে।
(B) একটি নীতি যার দ্বারা 1857-র পরে বিদ্যালয়ে ইংরেজী শিক্ষার প্রচলন ঘটে।
(C) একটি ডিক্রি যা 1919-এর পর ঔপনিবেশিক ভারতে অস্ত্রের ব্যবহার সীমিত করে।
(D) একটি ডিক্রি যার বলে বঙ্গভঙ্গ বিরােধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রােধ করবার উদ্যোগ নেওয়া হয়।

169. একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে। তাহলে
(A) ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে
(B) হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে
(C) দুটির ভরবেগ সমান হবে
(D) দুটির একই কৌণিক ভরবেগ থাকবে

170. নীচের মধ্যে কোনটি দূরত্বের একক নয় ?
(A) আলােকবর্ষ
(B) পারসেক
(C) ফার্লং
(D) জিফি

171. 2018 তে মুক্তি পাওয়া ‘প্যাডম্যান’ হিন্দি সিনেমাটি যার জীবনের সত্য ঘটনায় আধারিত, তিনি হলেন
(A) Arunachalam Muruganantham
(B) R. Balki
(C) Akshay Kumar
(D) Bindeshwar Pathak

172. রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন (1922-24)?
(A) ততুরী প্রকাশাম পান্টুলু
(B) তিরুপ্পা কুমারান
(C) পুলি থেভান
(D) আলুরি সীতা রামা রাজু

173. ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়
(A) 21
(B) 49
(C) 73
(D) 370

174. ডিলাটোমিটার (Dilatometer) কীসের পরিমাপে ব্যবহৃত হয়?
(A) তড়িৎ শক্তি
(B) যান্ত্রিক শক্তি
(C) পদার্থের মাত্রাগত পরিবর্তন
(D) তাপীয় শক্তি

175. নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য/সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?
(A) বাহমনী রাজ্য
(B) চোল সাম্রাজ্য
(C) মারাঠা রাজ্য
(D) বিজয়নগর সাম্রাজ্য

176, প্রবীণতাই (Seniority) কি পদোন্নতির একমাত্র শর্ত হওয়া উচিত?

যুক্তি- 1  না: এটা নবীনদের প্রতি অবিচার করা হবে যারা তাদের প্রবাদের চেয়েও যােগ্য এবং যারা এটার উপযুক্ত।
যুক্তি- 2. হ্যা: অন্যান্য প্রবীণ কর্মচারীরা এতে অস্বস্তিতে পড়তে পারে।
যুক্তি- 3. হ্যা: প্রবীণ কর্মচারীরা অভিজ্ঞ এবং সেজন্য তাদেরই এই পুরস্কার প্রাপ্য।

(A) 1 নম্বর বেশি প্রযােজ্য।
(B) কেবল ‘1’ ও ‘2 নম্বর বেশি প্রযােজ্য
(C) কেবল ‘1’ ও ‘3 নম্বর বেশি প্রযােজ্য
(D) প্রত্যেকটি যুক্তিই প্রযােজ্য

177. এক ব্যক্তি ধনী, তার অনেক প্রভাব আছে।
এক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
(A) অলােকের অনেক প্রভাব আছে তাই সে ধনী।
(B) কোনাে ব্যক্তি যদি ধনী না হয় তবে তার অনেক প্রভাব থাকে না।
(C) তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব আছে।
(D) দরিদ্র ব্যক্তির প্রভাব থাকতে পারে না

178. (7, 77, 140)— এই সেটটি অনুসরণ করে নীচের সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(A) (9, 88, 180)
(B) (6, 66, 120)
(C) (8, 80, 166)
(D) (4, 10, 160)

179. দিনে কতবার ঘড়ির কাটা দুটি পরস্পর মিলে যায় ?
(A) 24
(B) 20
(C) 21
(D) 22

180. আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে কী বার হবে?
(A) রবিবার
(B) বৃহস্পতিবার
(C) শুক্রবার
(D) শনিবার
181. অনেক ধূমপায়ীদের ক্যানসার হয়। এক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
(A) ক্যানসার রােগীরা ধূমপায়ী।
(B) বেশিরভাগ ধূমপায়ীদের ক্যানসার হয়।
(C) ধূমপান ক্যানসারের দিকে এগিয়ে দিতে পারে।
(D) ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

182. School’ যদি ‘Student' হয়, তবে ‘Hospital' কী হবে?
(A) Medicine
(B) Nurse
(C) Doctor
(D) Patient

183, 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ফুট। ঐ একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে?
(A) 80 ফুট
(B) 100 ফুট
(C) 120 ফুট
(D) 90 ফুট

184. একটি ট্রেনের দৈর্ঘ্য 150 m। এটির গতিবেগ 41 kmph। এক ব্যক্তি 11 kmph গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখেই দৌড়চ্ছে। কত সময়ে ট্রেনটি ঐ ব্যক্তিকে অতিক্রম করবে?
(A) 18 seconds
(B) seconds
(C) seconds
(D) seconds

185. '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
1, 2, 10, 37, 101, ....?....
(A) 320
(B) 226
(C) 206
(D) 402

186, 1500 ছাত্রের মধ্যে 480 জন NCC-তে নাম নথিভুক্ত করেছে। কত শতাংশ নাম নথিভুক্ত করায় নি?
(A) 70%
(B) 68%
(C) 73%
(D) 64%

187. মােহন একটি কাজ করতে 6 ঘণ্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘণ্টা। ওরা একসাথে কাজটি করতে কত সময় নেবে?
(A) 12 ঘণ্টা
(B) 33 ঘণ্টা
(C) 2 ঘন্টা
(D) 32 ঘন্টা

188. ‘WINSOME' শব্দটির সবচেয়ে দূরবর্তী অর্থ বহন করে নীচের কোন শব্দটি ?
(A) INSIPID
(B) UNATTRACTIVE
(C) PREJUDICE
(D) OPPOSITION

189. নাসির ‘X' বিন্দু থেকে যাত্রা শুরু করে সােজা পশ্চিমে 5 km গেলাে। তারপর বাম দিকে ঘুরে সােজা 3 km এবং পুনরায় বাম দিকে ঘুরে সােজা 7 km গেলাে। এখন সে ‘X' থেকে ঠিক কোন দিকে আছে ?
(A) দক্ষিণ-পূর্ব
(B) উত্তর-পূর্ব
(C) উত্তর
(D) উত্তর-পশ্চিম

190. সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানাে উচিত?
যুক্তি- 1. হ্যাঁ: পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমাদের সরকারি কর্মচারীরাই সবচেয়ে বেশি ছুটি পেয়ে থাকে।
2. হ্যাঁ: এটি ব্রিটিশ উত্তরাধিকারের একটি চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে।
3. হ্যাঁ: এটি কাজের গতি বাড়াবে এবং জমে থাকা কাজগুলি সময়ে শেষ হবে।
4. না: পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানাের জন্য কর্মচারীদেরকে এটি দেওয়া উচিত
(A) কেবল ‘1’ ও ‘3’ বেশি প্রযােজ্য
(B) কেবল 1, 2' এবং ‘3’ বেশি প্রযােজ্য
(C) কেবল ‘2’ বেশি প্রযােজ্য
(D) কোনােটিই প্রযােজ্য নয়

191. আজ সােমবার হলে 61 দিন পর কী বার হবে ?
(A) বুধবার
(B) শনিবার
(C) মঙ্গলবার
(D) বৃহস্পতিবার

192. একটি মই দেওয়ালে দাঁড় করানাে আছে। মইটির অগ্রভাগ মাটি থেকে 270 cm উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করেছে। মইটির পাদদেশ দেওয়াল থেকে 54 cm দূরে অবস্থিত। মইটির উচ্চতা কত?
(A) 53682 cm.
(B) 68164 cm.
(C) 75816 cm.
(D) 82547 cm.

193, এক ভদ্রলােককে দেখিয়ে সােমনাথ বললো, “ওঁর একমাত্র ভাই হল আমার মেয়ের বাবার বাবা”। ভদ্রলােকটির সাথে সােমনাথের কী সম্পর্ক?
(A) শ্যালক
(B) কাকা
(C) পিতামহ
(D) বাবা

194. মনােজ 10 ঘণ্টায় 100 পাতার একটি রিপাের্ট টাইপ করতে পারে আর ববি ঐ কাজটি 15 ঘণ্টায় করতে পারে। তারা একসাথে 5 ঘণ্টা কাজ করল। বাকি কাজটি লুসি 2 ঘণ্টায় সম্পন্ন করল। তারা ঐ কাজটির জন্য যদি মােট 2,400 টাকা পায়, তবে লুসি কত পাবে?
(A) 300 টাকা
(B) 250 টাকা
(C) 200 টাকা
(D) 400 টাকা

195. সব ছাত্ররাই প্রতিভাবান নয়।
এক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
(A) প্রত্যেকটি ছাত্র প্রতিভাবান নয়
(B) অনেক ছাত্রই প্রতিভাবান নয়
(C) অনেক ছাত্রই প্রতিভাবান
(D) যারা ছাত্র নয় তাদের প্রত্যেকেই প্রতিভাবান

196. DUMA'যদি Russia' হয়, তবে ‘ECCLESIA কী হবে?

(A) Bhutan
(B) Afganistan
(C) Greece
(D) Germany

197. (8, 3, 2)—এই সেটটি অনুসরণ করে নীচের সঠিক উত্তরটি নির্বাচন করুন।

(A) (168, 15, 6)
(B) (95, 24, 5)
(C) (63, 8, 3)
(D) (15, 6, 5)

198, ছবিতে একটি মেয়েকে দেখিয়ে মেঘনা বললো, “এ হল ঝুমার মা আর বাবা আমার ছেলে”। ছবির মেয়েটির সাথে মেঘনার কী সম্পর্ক?

(A) মা
(B) কাকিমা
(C) খুড়তুতাে বােন
(D) ঠাকুমা

199. '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?

32, 19, 8, ....?....
(A) 3
(B) 12
(C) 5
(D) 1

200, 6 ইঞ্চি ও 4 ফুটের অনুপাত কত?
(A) 1:6
(B) 1:4
(C) 3:2
(D) 1: 8