Current Affairs March 2021

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2021

March

জাতীয় ঘটনাপ্রবাহঃ

18তম BioAsia (2021) অনুষ্ঠিত হলো হায়দ্রাবাদে; এবছরের থিম ছিল Move the needle.
রাজ্যসভা এবং লোকসভার টেলিভিশন চ্যানেল দুটি একত্র হয়ে নতুন নাম হল সংসদ টেলিভিশন। 
ভারত-বাংলাদেশ সংযোগকারী মৈত্রী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। 
বৃষ্টির জল সংরক্ষণের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী "জল শক্তি অভিযান- ক্যাচ দি রেইন" প্রচারাভিযানের সূচনা করলেন। 
দিল্লি ক্যান্টনমেন্টে ভারতের প্রথম ইন্দো কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্ক-এর উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী Suh Wook।

আন্তর্জাতিক ঘটনাপ্রবাহঃ

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos উত্তর মেরুর জলবায়ু এবং পরিবেশ পর্যবেক্ষণের জন্য Arktika-M নামক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল। 
ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির প্রথম রাষ্ট্রদূতকে (মোহাম্মদ আল খাজা) অভ্যর্থনা জানালেন ইজরায়েলের রাষ্ট্রপতি Reuven Rivlin. 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8 ই মার্চ গুগোল 'উইমেন উইল' নামে একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করল যা 10 লক্ষ ভারতীয় মহিলাকে উদ্যোগপতি হওয়ার লক্ষ্যে সহায়তা করবে। 
নাইজেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি Mahamadou Issoufou 2020 সালের ইব্রাহিম প্রাইজ ফর এচিভমেন্ট ইন আফ্রিকান লিডারশিপ পুরস্কার জিতলেন। উল্লেখ্য যে, এটি হলো বিশ্বের সর্বাধিক অংকের লিডারশীপ পুরস্কার যার অর্থমূল্য 50 লক্ষ মার্কিন ডলার। 
ছয় বছরের দীর্ঘ গবেষণার পর বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার Fugaku তৈরি করল জাপানের বৈজ্ঞানিক গবেষণা সংস্থা RIKEN এবং Fujitsu. উল্লেখ্য যে, Fugaku হল জাপানের অন্যতম আগ্নেয়গিরি মাউন্ট ফুজি-এর অপর নাম।

Ranks:

প্রকাশিত হল বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা Hurun Global Rich List (2021)। প্রথম স্থানে উঠে এলেন টেসলার প্রধান এলন মাস্ক, দ্বিতীয় স্থানে অ্যামাজনের জেফ বেজোস এবং তৃতীয় স্থানে বার্নার্ড আর্নল্ট। এশিয়ার ধনীতম ব্যক্তি চীনের Zhong Shanshan বিশ্বের তালিকায় রয়েছেন সপ্তম স্থানে। ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি বিশ্বের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
আমেরিকার হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশ করল অর্থনৈতিক স্বাধীনতা সূচক (ইকোনমিক ফ্রিডম ইনডেক্স); তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, ভারত 26 তম স্থানে।
প্রকাশিত হল ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট (UN World Happiness Report 2021); প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে আইসল্যান্ড, তৃতীয় স্থানে ডেনমার্ক এবং 149টি দেশের মধ্যে ভারতের স্থান 139।

গ্রন্থ প্রকাশনাঃ

স্বামী চিদভবানন্দের 'ভগবৎ গীতার কিন্ডল (Kindle) সংস্করণ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
প্রকাশিত হল সমীর সোনির লেখা বই "My Experiments with Silence"। 
'Nacropolis', 'Low' ইত্যাদি বইয়ের লেখক জিত থাইলের নতুন বই 'Names of the Women' প্রকাশিত হল। 
প্রকাশিত হল অনিন্দ্য দত্তের লেখা 'Advantage India: The Story of Indian Tennis'। 

নিয়োগ-পদত্যাগঃ

সম্মিলিত জাতিপুঞ্জের সহকারি মহাসচিব নিযুক্ত হলেন Ligia Noronha.
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগে ঠাকুরই প্রথম কার্যরত সাংসদ যিনি 124 ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ান টেরিটোরিয়াল আর্মিতে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন। 
কেন্দ্র সরকার ডক্টর জিপি সামন্তকে ভারতের নতুন মুখ্য সংখ্যাতত্ত্ববিদ নিযুক্ত করলেন। 
ইন্টারন্যাশনাল বক্সিং এসোসিয়েশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন ছ'বার বিশ্ব চ্যাম্পিয়ন খেতাবজয়ী বক্সার মেরি কম। 

পুরস্কারঃ 

78তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2021 ঘোষিত হল। এবারের সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেল (চারটি) আমেরিকান টিভি সিরিজ দি ক্রাউন। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন Chadwick Boseman (মরণোত্তর)। দেখে নেওয়া যাক সম্পূর্ণ পুরস্কারের তালিকাঃ 

সেরা চলচ্চিত্র - ড্রামা: নোমাডল্যান্ড
সেরা চলচ্চিত্র - মিউজিক্যাল/কমেডি: Borat Subsequent Movie film
সেরা পরিচালক: নোমাডল্যান্ডের জন্য ক্লো ঝাও
সেরা অভিনেত্রী - ড্রামা: যুক্তরাষ্ট্রের জন্য অ্যান্ড্রাডে বনাম বিলি হলিডে
সেরা অভিনেতা - ড্রামা: মা রাইনির ব্ল্যাক বটমের জন্য চ্যাডউইক বোসম্যান
সেরা অভিনেত্রী - মিউজিক্যাল/কমেডি: আই কেয়ার এ লট এর জন্য রোজামন্ড পাইক
সেরা অভিনেতা - সঙ্গীত/কমেডি: সাচা ব্যারন কোহেন বোরাত পরবর্তী চলচ্চিত্রের জন্য
সেরা সহ -অভিনেত্রী: দ্য মরিটানিয়ান -এর জন্য জোডি ফস্টার 
সেরা পার্শ্ব -অভিনেতা: জুডাস এবং দ্য ব্ল্যাক মেসিহার জন্য ড্যানিয়েল কালুয়া
সেরা চিত্রনাট্য: দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো 7 এর জন্য অ্যারন সোরকিন
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: মিনারি
সেরা অ্যানিমেটেড বৈশিষ্ট্য: 
সেরা মূল স্কোর: Soul
সেরা অরিজিনাল গান: দ্য লাইফ অ্যাহেড উইনার্স থেকে টেলিভিশন বিভাগে 'আইও সি (দেখা)'
সেরা টিভি সিরিজ - ড্রামা: দ্য ক্রাউন - সেরা টিভি সিরিজ - মিউজিক্যাল/কমেডি: শিটস ক্রিক
সেরা সীমিত সিরিজ, অ্যানথোলজি বা টিভি ফিল্ম: দ্য কুইন্স গাম্বিট
সেরা অভিনেত্রী - ড্রামা: দ্য ক্রাউন এর জন্য এমা কোরিন
সেরা অভিনেতা - ড্রামা: দ্য ক্রাউন এর জন্য জোশ ও'কনর
সেরা অভিনেত্রী - সংগীত/কমেডি: শিটস ক্রিকের জন্য ক্যাথরিন ও’হারা
সেরা অভিনেতা - সংগীত/কমেডি: টেড লাসোর জন্য জেসন সুদেকিস
সেরা পার্শ্ব অভিনেত্রী: দ্য ক্রাউন এর জন্য গিলিয়ান অ্যান্ডারসন
সেরা সহায়ক অভিনেতা: Small Axe-র জন্য জন বয়েগা
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি বা টিভি ফিল্ম): দ্য কুইন্স গাম্বিটের জন্য অনন্যা টেলর-জয়
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি বা টিভি ফিল্ম): I  Know This Much IsTrue জন্য মার্ক রফালো

63তম গ্র্যামি পুরস্কার (2021) বিতরণ অনুষ্ঠান উদযাপিত হল। পুরস্কারের তালিকাঃ
Sl. No.CategoryWinner
1Album Of The Year"Folklore" by Taylor Swift
2Record Of The Year"Everything I Wanted" by Billie Eilish
3Best New ArtistMegan Thee Stallion
4Best Rap Album"King's Disease" by Nas
5Best R&B Album Winner"Bigger Love" by John Legend
6Best Rap Song"Savage" by Beyoncé, Shawn Carter, Brittany
7Best Country Album"Wildcard" — Miranda Lambert
8Song Of The Year"I Can't Breathe" by Dernst Emile II, H.E.R. and Tiara Thomas
9Best Rock Album"The New Abnormal" by The Strokes
10Best Rock Song"Stay High" by Brittany Howard, songwriter (Brittany Howard)
11Best Dance/Electronic AlbumBubba by Kaytranada
12Producer of the Year, ClassicalDavid Frost
13Best Music VideoBrown Skin Girl by Beyoncé, Blue Ivy & WizKid
14Best Country SongCrowded Table by Brandi Carlile, Natalie Hemby & Lori McKenna
15Best Folk AlbumAll the Good Times
16Best Comedy AlbumBlack Mitzvah by Tiffany Haddish
এবছরের সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হল। এখন কুড়িটি ভাষার সাহিত্যকদের জন্য এই পুরস্কার ঘোষিত হল; মালায়লম, নেপালি, ওড়িয়া এবং রাজস্থানী ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকা পরে প্রকাশিত হবে।
Sl. No.LanguageTitle and GenreName of the Author
1AssameseBengsata (Short stories)Apurba Kumar Saikia
 BengaliEka Eka Ekashi (Memoirs)Mani Shankar Mukhopadhyay
3BodoGwthenay Lamayao Gwdan Agan (Short stories)Dharanidhar Owari
4DogriBaba Jitmal (Play)Gian Singh
5EnglishWhen God Is a Traveller (Poetry)Arundhathi Subramaniam
6GujaratiBanaras Diary (Poetry)Harish Meenakshru
7HindiTokeri Mein Digant 'Their Gatha" (Poetry)Anamika
8KannadaSri Bahubali Ahimsadigvijayam (EPIC POETRY)M. Veerappa Moily
9KashmiriTilasm-e-Khanabadosh (Short stories)Hiday Koul Bharti
10KonkaniYugaparivarathanancho Yatri (Poetry)RS Bhaskar
11MaithiliGachh Roosal Achhi (Short Stories)Kamalkant Jha
12ManipuriMalangbana Kari Hai (Poetry)Irungbam Deven
13MarathiUdya (Novel)Nanda Khare
14PunjabiAam Khass (Short stories)Gurdev Singh Rupana
   Mahesh Chandra Sharma
15SanskritVaishali (Novel)Gautam
16SantaliGur Dak Kasa Dak(Poetry)Rupchand Hansdah
17SindhiJehad (Plays)Jetho Lalwani
18TamilSellaatha Panam (Novel)Imaiyam
19TeluguAgniswaasa(2015-17) PoetryNikhileswar
20UrduAmawas Mein Khwab (Novel)Hussain-ul-Haque
67তম নেশনাল ফিলম আওয়ার্ড ঘোষিত হল। সম্পূর্ণ পুরস্কারের তালিকাঃ

ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডস

  • সেরা ফিচার ফিল্ম: মারাক্কার: লায়ন অব আরব সাগর (মালয়ালম)
  • সেরা অভিনেতা (যুগ্ম ভাবে): ভোঁসলের জন্য মনোজ বাজপেয়ী
  • (হিন্দি), এবং আসুরান (তামিল) এর জন্য ধনুশ
  • সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাউত পাঙ্গা (হিন্দি) এবং মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি (হিন্দি)
  • সেরা সহ -অভিনেত্রী: পল্লবী জোশি দ্য তাশখন্দ ফাইলের জন্য (হিন্দি)
  • সেরা সহায়ক অভিনেতা: বিজয় শেঠুপতি সুপার ডিলাক্সের জন্য (তামিল)
  • সেরা পরিচালক: বাহাত্তর হুরাইনের জন্য সঞ্জয় পুরান সিং চৌহান (হিন্দি)
  • পরিচালকের সেরা অভিষেক চলচ্চিত্র: হেলেনের জন্য মথুকুটি জেভিয়ার (মালয়ালম)
  • সেরা শিশু শিল্পী: কেডি (তামিল) এর জন্য নাগা বিশাল
  • সেরা অ্যাকশন পরিচালনা: আভানে শ্রীমাননারায়ণ (কন্নড়), বিক্রম মোড়
  • সেরা কোরিওগ্রাফি: মহর্ষি (তেলেগু), রাজু সুন্দরম
  • সেরা বিশেষ প্রভাব: মারাক্কার: আরব সাগরের সিংহ (মালয়ালম), সিদ্ধার্থ প্রিয়দর্শন
  • বিশেষ জুরি পুরস্কার: ওথা সেরুপ্পু সাইজ 7 (তামিল), রাধাকৃষ্ণন পার্থিবন
  • সেরা গানের কথা: কোলাম্বি (মালয়ালম) এর জন্য প্রভা বর্মা
  • সেরা সঙ্গীত পরিচালনা: বিশ্বসাম (তামিল) এর জন্য ডি।
  • সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: জ্যেষ্ঠপুত্রের জন্য প্রবুদ্ধ ব্যানার্জী (বাংলা)
  • সেরা মেকআপ শিল্পী: হেলেনের জন্য রঞ্জিত (মালয়ালম)
  • সেরা পোশাক: সুজিৎ সুধাকরণ এবং ভি।
  • সেরা প্রযোজনার ডিজাইন: আনন্দী গোপাল (মারাঠি), সুনীল নিগওয়েকার এবং নীলেশ ওয়াঘ
  • সেরা অডিওগ্রাফি (লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট): ইয়েদুহ (খাসি), দেবজিৎ গায়ান
  • সেরা অডিওগ্রাফি (চূড়ান্ত মিশ্র ট্র্যাকের পুনরায় রেকর্ডিস্ট): ওথা সেরুপ্পু সাইজ 7 (তামিল), রেজুল পুকুটি
  • সেরা চিত্রনাট্য (মূল): জ্যেষ্ঠপুত্র (বাংলা), কৌশিক গাঙ্গুলী
  • সেরা চিত্রনাট্য (অভিযোজিত): গুমনামি (বাংলা), শ্রীজিৎ মুখার্জি
  • সেরা চিত্রনাট্য (সংলাপ লেখক): দ্য তাশখন্দ ফাইলস (হিন্দি), বিবেক রঞ্জন অগ্নিহোত্রী
  • সেরা সিনেমাটোগ্রাফি: জাল্লিকাত্তু (মালয়ালম), গিরেশ গঙ্গাধরণ
  • সেরা সম্পাদনা: জার্সি (তেলুগু), নবীন নুলি
  • সেরা শিশু চলচ্চিত্র: কস্তুরি (হিন্দি)
  • পরিবেশ সংরক্ষণের উপর সেরা চলচ্চিত্র: জল দাফন (মনপা)
  • সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: আনন্দী গোপাল (মারাঠি)
  • জাতীয় সংহতির সেরা চলচ্চিত্র: তাজমহল (মারাঠি)
  • সুস্থ বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র: মহর্ষি (তেলেগু)
  • সেরা মহিলা প্লেব্যাক গায়ক: বার্দো (মারাঠি) এর জন্য সাভানি রবীন্দ্র
  • সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: বি প্রকাক কেসারি (হিন্দি)

প্রতিটি ভাষার সেরা চলচ্চিত্র:

  • সেরা হিন্দি ছবি: ছিচোরে
  • সেরা তেলেগু ছবি: জার্সি
  • শ্রেষ্ঠ মালয়ালম চলচ্চিত্র: কল্লা নট্টম
  • সেরা তামিল চলচ্চিত্র: অসুরান
  • সেরা পানিয়া চলচ্চিত্র: কেনজিরা
  • সেরা মিশিং ফিল্ম: অনু রুওয়াদ
  • সেরা খাসি চলচ্চিত্র: আইউদুহ
  • সেরা ছত্তিশগড়ি ছবি: ভুলন দ্য মেজ
  • সেরা হরিয়ানভি চলচ্চিত্র: ছোড়িয়ান ছোরন সে কাম নাহি হোতি
  • সেরা টুলু চলচ্চিত্র: পিঙ্গারা
  • সেরা পাঞ্জাবি ছবি: রাব দা রেডিও ২
  • সেরা ওড়িয়া চলচ্চিত্র: কালিরা অতিতা এবং সালা বুধর বদলা (ভাগ করা)
  • সেরা মণিপুরী ছবি: ইগি কোনা
  • সেরা মারাঠি ছবি: বার্দো
  • সেরা কোঙ্কনি চলচ্চিত্র: কাজ্রো
  • সেরা কন্নড় চলচ্চিত্র: আক্ষি
  • সেরা বাংলা চলচ্চিত্র: গুমনামি
  • সেরা অসমীয়া চলচ্চিত্র: Ronuwa – Who Never Surrender
  • বিশেষ উল্লেখ: বিরিয়ানি (মালয়ালম), জোনাকি পুরুয়া (অসমিয়া), লতা ভগবান কার (মারাঠি) এবং পিকাসো (মারাঠি)

নন-ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডস

  • সেরা ভয়েস-ওভার/ বিবরণ: ওয়াইল্ড কর্নাটকের জন্য স্যার ডেভিড অ্যাটেনবরো (ইংরেজি)
  • সেরা সঙ্গীত পরিচালনা: ক্রান্তি দর্শি গুরুজির জন্য বিষখজ্যোতি - এগিয়ে টাইমস (হিন্দি)
  • সেরা সম্পাদনা: শাট আপ সোনা (হিন্দি/ ইংরেজি) এর জন্য অর্জুন গৌরিসারিয়া
  • সেরা অডিওগ্রাফি: রাধা (মিউজিক্যাল), অলউইন রেগো এবং সঞ্জয় মৌর্য
  • সেরা অন-লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট: রাহাস (হিন্দি), সপ্তর্ষি সরকার

66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (2021) ঘোষিত হল। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাজকুমার রাও এবং রিতেশ দেশমুখ। পুরস্কার প্রাপকদের তালিকা এইরকমঃ 
1. শ্রেষ্ঠ চলচ্চিত্র: থাপ্পড়
2. শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক): প্রতীক ভাতস (Eeb Allay Ooo!)
3. সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়ার)
4. প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): ইরফান খান (Angrezi Medium)
5. সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
6. প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): তাপসী পান্নু (থাপ্পাড়)
7. শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা শোম (SIR)
8. সহায়ক ভূমিকায় সেরা অভিনেতা (পুরুষ): সাইফ আলী খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
9. সহায়ক ভূমিকায় সেরা অভিনেতা (মহিলা): ফররুখ জাফর (গুলাবো সিতাবো)
10. সেরা গল্প: অনুভব সুশীলা সিনহা এবং মৃণাময়ী লাগু ওয়াইকুল (থাপ্পদ)
11. সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (SIR)
12. সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
13. সেরা অভিষেক পরিচালক: রাজেশ কৃষ্ণন (লুটকেস)
14. সেরা অভিষেক মহিলা: আলায়া এফ (জওয়ানি জানেমান)
15. সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো)
16. সেরা গানের কথা: গুলজার (ছাপ্পক)
17. সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): রাঘব চৈতন্য - এক টুকড়া ধুপ (থাপ্পড়)
18. সেরা প্লেব্যাক গায়ক (মহিলা): অসীস কৌর (মালং)
19. আজীবন সম্মাননা পুরস্কার: ইরফান খান।

খেলাধুলাঃ

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার কথা ঘোষনা করলেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। 
BWF Swiss Open 2021 পুরুষদের সিঙ্গেলসে জিতলেন ডেনমার্কের ভিক্টর এক্সেলসেন, মহিলাদের সিঙ্গেলসে জিতলেন স্পেনের ক্যারোলিনা মারিন; পুরুষদের ডাবলস জিতলেন ডেনমার্কের কিম এস্ত্রাপ এবং এন্দ্রেজ স্কারউপ এবং মিক্সড ডাবলসে জিতলেন ফ্রান্সের থম গিকুয়েল এবং ডেলফিন ডিলুরে। 
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের খেতাব জিতলেন জাপানের নোজোমি অকুহারা এবং পুরুষদের খেতাব জিতলেন মালয়েশিয়ার Lee Zii Jia. 

প্রয়াণঃ 

Muthoot Group এর চেয়ারম্যান এবং ডিরেক্টর এম জি জর্জ মুথুট প্রয়াত হলেন।
কন্নড় ভাষার প্রসিদ্ধ কবি, সমালোচক এবং অনুবাদক এন এস লক্ষীনারায়ণ ভট্ট প্রয়াত হলেন। 
ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী ভারতীয় দৌড়বিদ ইশার সিংহ দেওল প্রয়াত হলেন।
রাজস্থান এবং গুজরাটের প্রাক্তন রাজ্যপাল বিচারপতি অংশুমান সিংহ প্রয়াত হলেন।
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আইভরি কোস্টের বর্তমান প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো। 
প্রয়াত হলেন গোয়ার স্বনামধন্য শিল্পী এবং চিত্রকর লক্ষণ পাই যিনি পদ্মভূষণ, পদ্মশ্রী, নেহরু আওয়ার্ড এবং ললিতকলা একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।