Monthly Current Affairs April 2021
গুরুত্বপূর্ণ তথ্য সহ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2021
গুরুত্বপূর্ণ দিবসঃ
2 এপ্রিলঃ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় প্রতি বছর 2রা এপ্রিল।
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই
দিনটি পালিত হয়।
2 এপ্রিলঃ 1967 সাল থেকে 2 এপ্রিল দিনটি বার্ষিকভাবে আন্তর্জাতিক শিশু
বই দিবস (ICBD)হিসেবে পালিত হয়। এবছরের থিমঃ The Music of Words
5 এপ্রিলঃ প্রতি বছর 5 এপ্রিল ভারতে জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করা
হয়। এই বছর এর 58 তম সংস্করণ।
6 এপ্রিলঃ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতি বছর 6ই এপ্রিল International Day of
Sport for Development and Peace উদযাপন করে।
7 এপ্রিলঃ বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর 7
এপ্রিল দিবসটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। এবছরের থিমঃ “Building a
fairer, healthier world for everyone”.
7 এপ্রিলঃ বিশ্বব্যাপী প্রতি বছর 7 এপ্রিল International Day of
Reflection হিসেবে পালিত হয়। 1994 সালে
7 ই এপ্রিল রোয়ান্ডায় তুতসি সদস্যদের বিরুদ্ধে গণহত্যা শুরু হয় এবং প্রায় 100
দিনের মধ্যে 800,000 এরও বেশি টুটসি হত্যা করা হয়।
9 এপ্রিলঃ Central Reserve Police Force (CRPF) Valour Day (শৌর্য দিবস)
প্রতি বছর 9 এপ্রিল পালিত হয়। এবছর 56 তম সিআরপিএফ শৌর্য দিবস।
10 এপ্রিলঃ হোমিওপ্যাথির জনক জার্মান চিকিৎসক ডঃ ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ
স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন 10 ই এপ্রিল। এই দিনটি বিশ্ব হোমিওপ্যাথি
দিবস হিসেবে পালিত হয়। এই বছর হ্যানিম্যানের 266 তম জন্মদিন।
11 এপ্রিলঃ জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালন করা হয়। উল্লেখ্য
যে, এই দিনটি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর পত্নী কস্তুরবা গান্ধীর জনদিন
হিসেবে স্মরণীয়।
11 এপ্রিলঃ প্ৰতি বছর 11 এপ্রিল বিশ্ব পারকিনসন দিবস হিসেবে পালন করা
হয়। এই দিনটি আসলে লন্ডনের ডাক্তার জেমস পারকিনসনের জন্মদিন, যিনি প্রথম ছয় জন
ব্যক্তির মধ্যে পারকিনসন রোগের লক্ষণ বর্ণনা করেছিলেন।
12 এপ্রিলঃ আন্তর্জাতিক মহাকাশ উড়ান দিবস হিসেবে পালিত হয়। সম্মিলিত
জাতিপুঞ্জের সাধারণ সভা 2011 সালের 7ই এপ্রিল একটি প্রস্তাবের মাধ্যমে 12 ই
এপ্রিল দিনটিকে ইন্টার্নেশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট হিসেবে ঘোষণা
করেছিল।
13 এপ্রিলঃ 2004 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক পাগড়ি দিবস হিসেবে
পালিত হয়।
14 এপ্রিলঃ বিশ্ব চাগাস রোগ দিবস 14 তারিখে পালন করা হয়। এই রোগের অপর নাম হল
আমেরিকান ট্রাইপানোসোমিয়াসিস ডিজিজ বা নীরব রোগ।
14 এপ্রিলঃ আম্বেদকর জয়ন্তী (যা ভীম জয়ন্তী নামেও পরিচিত) হিসেবে
ভারতে উদযাপিত হয়। ভারতীয় সংবিধানের জনক ভীম রাও আম্বেদকর 1891 সালের 14
এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন।
16 এপ্রিলঃ World Voice Day (WVD) হিসেবে পালিত হয়। এবছরের থিম- ONE WORLD|MANY
VOICES.
17 এপ্রিলঃ বিশ্ব হিমোফিলিয়া দিবস (World Hemophilia Day) হিসেবে পালিত
হয়। এবছরের থিম- “Adapting to Change: Sustaining care in a new world”.
18 এপ্রিলঃ এই দিনটি World Heritage Day হিসেবে উদযাপিত হয়। এবছরের থিম-
“Complex Pasts: Diverse Futures”
19 এপ্রিলঃ World Liver day হিসেবে পালিত হয়।
20 এপ্রিলঃ সম্মিলিত জাতিপুঞ্জ চীনা ভাষা দিবস (UN Chinese Language
Day) হিসেবে পালিত হয়।
21 এপ্রিলঃ ভারতে সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) এবং
আন্তর্জাতিক স্তরে World Creativity and Innovation Day হিসেবে পালিত হয়।
22 এপ্রিলঃ ধরিত্রী দিবস (Earth Day or International Mother Earth Day)
হিসেবে পালিত হয়। প্রথম পালিত হয় 1970 সালে। 2009 সালে সম্মিলিত জাতিপুঞ্জ এই
দিনটির নতুন নামকরণ করে International Mother Earth Day. এবছরের থিম- "Restore
Our Earth". এছাড়া 22 শে এপ্রিল পালিত হল International Girls in ICT Day যা
প্রতি বছর এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়।
23 এপ্রিলঃ বিশ্ব পুস্তক এবং স্বত্বাধিকার দিবস বা World Book and Copyright
Day (‘International Day of the Book’ এবং ‘World Book Day’ হিসেবেও পরিচিত)
পালিত হয়।
23 এপ্রিলঃ সম্মিলিত জাতিপুঞ্জ ইংরেজি ভাষা দিবস (UN English Language
Day) এবং সম্মিলিত জাতিপুঞ্জ স্প্যানিশ ভাষা দিবস (UN Spanish Language Day)
হিসেবে পালিত হয়। বিখ্যাত ইংরেজি কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম
এবং মৃত্যু দিবস 23 এপ্রিল এবং সেই জন্য এই দিনটিকে ইংরেজি ভাষা দিবস হিসেবে
চিহ্নিত করা হয়েছে আবার স্পেনে 23 এপ্রিল দিনটি Hispanic Day হিসেবে পালিত হয়
যার অর্থ স্প্যানিশ ভাষাভাষী পৃথিবী (Spanish speaking world)।
24 এপ্রিলঃ এই দিনটি 2019 সালের 24 এপ্রিল থেকে সম্মিলিত জাতিপুঞ্জ
দ্বারা 'ইন্টার্নেশনাল ডে অফ মাল্টিলেটারালিজম এন্ড ডিপ্লোমেসি ফর পিস' হিসেবে
সারা বিশ্বে উদযাপিত হয়। একইসঙ্গে, এই দিনটি ওয়ার্ল্ড এনিম্যাল ডে বা
ওয়ার্ল্ড ডে ফর এ্যানিম্যালস ইন ল্যাবরেটরিজ হিসেবে পালিত হয়। এছাড়া, প্রতি
বছর এপ্রিল মাসের চতুর্থ শনিবার World Veterinary Day হিসেবে পালিত হয়, এবছর যা
24 শে এপ্রিল পালিত হল।
25 এপ্রিলঃ সারা বিশ্বে এই দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস বা ওয়ার্ল্ড
ম্যালেরিয়া ডে হিসেবে পালিত হয়। এবছরের থিম হল- "রিচিং দি জিরো ম্যালেরিয়ার
টার্গেট"। 25 শে এপ্রিল দিনটি আবার আন্তর্জাতিক প্রতিনিধি দিবস বা
ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে হিসেবেও উদযাপিত হয়।
26 এপ্রিলঃ ওয়াল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে হিসেবে উদযাপিত হয়।
এবছরের থিম হল- "ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড স্মল বিজনেস: টেকিং আইডিয়াস
টু মার্কেট"। আবার এই দিনটি আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয় স্মৃতি দিবস হিসেবেও
উদযাপিত হয়।
28 এপ্রিলঃ এই দিনটিতে ওয়ার্কার্স মেমোরিয়াল ডে বা ইন্টারন্যাশনাল
কোমেমোরেশন ডে পালিত হয়। এবছরের থিম হল "স্বাস্থ্য এবং নিরাপত্তা হল কর্মীদের
মৌলিক অধিকার"।
29 এপ্রিলঃ এই দিনটি আন্তর্জাতিক নৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ড্যান্স
ডে হিসেবে উদযাপিত হয়। এবছরের থিম "পারপাস অফ ডান্স"।
30 এপ্রিলঃ 30শে এপ্রিল দিনটি ভারতে আয়ুষ্মান ভারত দিবস হিসেবে
উদযাপিত হয়। আন্তর্জাতিক মহলে এই দিনটি ইন্টারন্যাশনাল জ্যাজ ডে
(International Jazz Day) হিসেবেও পালিত হয়। জ্যাজ পিয়ানো বাদক এবং
ইউনেস্কোর শুভেচ্ছাদূত হারবি হেনককের ধারণা অনুযায়ী এই দিনটি পালিত হয় এবং
2021 সালে দশ বছরে পা দিলো।
পুরস্কারঃ
93 তম একাডেমি অ্যাওয়ার্ডঃ
25 এপ্রিল লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হল, 93 তম অস্কার পুরস্কার (2021) বিতরণী অনুষ্ঠান, যা এন্যুয়াল একাডেমি অ্যাওয়ার্ড নামেও পরিচিত। এই পুরস্কার প্রদান করে মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (MPAS)। এবছর 2020 এবং 2021 সালের শুরুর দিকের সেরা চলচ্চিত্রগুলিকে সম্মানিত করা হল। আমেরিকান নাটক 'Nomadland' সর্বাধিক পুরস্কার (3টি) জিতেছে। ‘Nomadland’ ছবির পরিচালক Chloe Zhao সেরা পরিচালকের শিরোপা পেলেন। "ইন মেমোরিয়াম" মন্টেজ অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব ইরফান খান এবং ভানু অথাইয়াকে শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন করা হল।
![]() |
চলচ্চিত্রের অন্যতম পুরস্কার অস্কার |
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
1. সেরা ছবি: Nomadland
2. সেরা পরিচালক: ক্লো ঝাও, Nomadland
3. সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, Nomadland
4. সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স, The Father
5. সেরা পার্শ্ব অভিনেত্রী: ইউন ইউহ-জং, Minari
6. সেরা সহায়ক অভিনেতা: ড্যানিয়েল কালুয়া, Judas And The Black Messiah
7. শ্রেষ্ঠ মূল চিত্রনাট্য: Promising Young Woman
8. সেরা অভিযোজিত চিত্রনাট্য: The Father
9. সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: Soul
10. সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: Another Round
11. সেরা মূল স্কোর: Soul
12. সেরা অরিজিনাল গান: Fight for you, Judas And The Black Messiah
13. সেরা ডকুমেন্টারি ফিচার: My Octopus Teacher
14. সেরা ডকুমেন্টারি (Short): Colette
15. সেরা লাইভ অ্যাকশন (Short): Two Distant Strangers
16. সেরা অ্যানিমেটেড (Short):If Anything Happens I Love You
17. সেরা শব্দ: Sound of Metal
18. সেরা প্রোডাকশন ডিজাইন: Mank
19. সেরা সিনেমাটোগ্রাফি: Mank
20. সেরা মেকআপ এবং চুল: মা রাইনির Black Bottom
21. সেরা কস্টিউম ডিজাইন: মা রাইনির Black Bottom
22. সেরা চলচ্চিত্র সম্পাদনা: Sound of Metal
23. সেরা ভিজ্যুয়াল এফেক্টস: Tenet
24. জিন হারশোল্ট মানবিক পুরস্কার: টাইলার পেরি
British Academy Film and Telivision Awards (BAFTAs)
74তম ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আওয়ার্ডস প্রদান করা হল। একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ন তথ্য।
সর্বাধিক নোমিনেশনঃ
আমেরিকানঃ “Nomadland” (7)
ব্রিটিশঃ “Rocks” (7)
সর্বাধিক পুরস্কারঃ
Nomadland (4)
BAFTA 2021 পুরস্কার বিজয়ীদের তালিকা
- সেরা চলচ্চিত্র: Nomadland
- শ্রেষ্ঠ পরিচালক : Chloe Zhao (Nomadland)
- শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে): Anthony Hopkins (The Father as Anthony)
- শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্রে): Frances McDormand (Nomadland as Fern)
- শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র): Daniel Kaluuya (Judas and the Black Messiah as Fred Hampton)
- শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র): Youn Yuh-Jung (Minari as Soon-JA)
- শ্রেষ্ঠ চিত্রনাট্য (মৌলিক): Promising Young Woman (Emerald Fennell)
- শ্রেষ্ঠ চিত্রনাট্য (অভিযোজিত): The Father (Christopher Hampton and Florian Zeller)
- শ্রেষ্ঠ শর্ট এনিমেশন: The Owl and the Pussycat (Mole Hill and Laura Duncalf)
- শ্রেষ্ঠ শর্ট ফিল্ম: The Present (Farah Nabulsi)
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিল্ম: Soul (Pete Docter and Dana Murray)
- শ্রেষ্ঠ তথ্যচিত্র: My Octopus Teacher (Pippa Ehrlich, James Reed and Craig Foster)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র (অন্যান্য ভাষা): Another Round
- শ্রেষ্ঠ কাস্টিং: Rocks (Lucy Pardee)
- শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি: Nomadland (Joshua James Richards)
- শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা: Ma Rainey’s Black Bottom (Ann Roth)
- শ্রেষ্ঠ সম্পাদনা: Sound of Metal (Mikkel E.G. Nielsen)
- শ্রেষ্ঠ মেকআপ এবং কেশ বিন্যাস: Ma Rainey’s Black Bottom (Matiki Anoff, Larry M. Cherry, Sergio Lopez-Rivera and Mia Neal)
- শ্রেষ্ঠ মৌলিক সংগীত: Soul (Jon Batiste, Trent Reznor and Atticus Ross)
- শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন: Mank (Donald Graham Burt and Jan Pascale)
- শ্রেষ্ঠ শব্দ যোজনা: Sound of Metal (Jaime Baksht, Nicolas Becker, Phillip Bladh, Carlos Cortés and Michelle Couttolenc)
- শ্রেষ্ঠ ভিজুয়াল স্পেশাল এফেক্ট: Tenet (Scott R. Fisher, Andrew Jackson and Andrew Lockley)
- অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র: Promising Young Woman (Emerald Fennell, Ben Browning, Ashley Fox and Josey McNamara)
- ব্রিটিশ লেখক পরিচালক অথবা প্রযোজক হিসেবে চমৎকার অভিষেক: His House (Remi Weekes) (Writer/Director)
- উদীয়মান তারকা: Bukky Bakray
Ranks:
বিশ্ব লিঙ্গবৈষম্য প্রতিবেদন (Global Gender Gap Report 2021) প্রকাশ করল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই প্রতিবেদনে ভারতের স্থান 140, পাকিস্তান রয়েছে 153 এবং আফগানিস্তান 156 তম স্থানে। দক্ষিণ এশিয়ায় লিঙ্গ বৈষম্য সবথেকে কম বাংলাদেশে (65)। উল্লেখ্য যে, 2006 সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম Global Gender Gap Report প্রকাশ করে থাকে এবং 2021 সালের প্রতিবেদনটি 15 তম।
লিঙ্গ-সাম্যের নিরিখে সেরা 10টি দেশ (Top 10 gender-equal country):
- আইসল্যান্ড
- ফিনল্যান্ড
- নরওয়ে
- নিউজিল্যান্ড
- রুয়ান্ডা
- সুইডেন
- নামিবিয়া
- লিথুয়ানিয়া
- আয়ারল্যান্ড
- সুইজারল্যান্ড
Forbes’ প্রকাশিত বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় (Annual Billionaire list) প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস, দ্বিতীয় স্থানে এলন মাস্ক, তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট, চতুর্থ স্থানে মাইক্রোসফটের প্রধান বিল গেটস এবং পঞ্চম স্থানে facebook-এর কর্ণধার মার্ক জুকারবার্গ।
খেলাধুলাঃ
নতুন দিল্লিতে আয়োজিত ISSF World Cup (2021)-এ মোট 30 টি পদক পেয়ে তালিকায় শীর্ষস্থান দখল করল ভারত।
বাহরিন গ্র্যান্ড প্রিক্স জিতলেন মার্সেডিজ তারকা লিউস হ্যামিলটন।
নেপালে আয়োজিত সাউথ এশিয়ান উশু (Wushu) চ্যাম্পিওনশিপে সোনা জিতলেন আনিয়ান মিধুন।
ভারতের 68 তম গ্র্যান্ডমাস্টার হলেন তামিলনাড়ুর অর্জুন কল্যাণ।
Stefanos Tsitsipasকে হারিয়ে বার্সেলোনা ওপেন খেতাব জিতলেন রাফায়েল নাদাল।
তাসখন্ডে আয়োজিত এশিয়ান ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে 49 কেজি ক্লিন এন্ড জার্ক বিভাগে 119 কেজি ভারোত্তলন করে রেকর্ড গড়লেন মীরাবাঈ চানু।
ইতালির ইমোলাতে আয়োজিত এমিলিয়া রোমাগনা এফ-1 গ্র্যান্ড প্রিক্স (Emilia Romagna F1 Grand Prix) 2021 জিতলেন ম্যাক্স ভার্স্টাপেন (রেড বুল - নেদারল্যান্ডস)।
প্রয়াণঃ
- প্রয়াত হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর কে. সি. চক্রবর্তি; তিনি 15 জুন 2009 থেকে 25 এপ্রিল 2014 পর্যন্ত ডেপুটি গভর্নর পদে নিযুক্ত ছিলেন।
- খ্যাতনামা সাংবাদিক এবং মুম্বাই ইন্টারন্যশনাল লিটারারি ফেস্টিভেলের প্রতিষ্ঠাতা এবং নির্দেশক অনিল ধারকের প্রয়াত হলেন। প্রয়াত হলেন ভারত-পাকিস্তান যুদ্ধের (1971) বীর সেনানায়ক লেঃ জেনারেল ওয়াল্টার অ্যান্থনি গুস্টাভ (WAG) পিন্টো।
- স্বনামধন্য মার্কিন শিশু সাহিত্যিক বেভারলি ক্লিয়ারি প্রয়াত হলেন।
- জাপানের নোবেলজয়ী পদার্থবিদ Isamu Akasaki প্রয়াত হলেন।
- সমাজবাদী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রি ভগবতী সিংহ প্রয়াত হলেন।
- প্রবীণ অভিনেত্রী শশিকলা ওম প্রকাশ সাইগল প্রয়াত হলেন।
- মালায়লম ভাষার নাট্যকার, চিত্রনাট্যকার, অভিনেতা এবং চিত্র নির্মাতা পি. বালাচন্দ্রন প্রয়াত হলেন।
- প্রক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী দিগ্বিজয়সিং জালা প্রয়াত হলেন।
- বিশ্বের বৃহত্তম হিন্দু পুস্তকাদির প্রকাশক গীতা প্রেসের প্রেসিডেন্ট রাধেশ্যাম খেমকা প্রয়াত হলেন।
- পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ এবং সাংবাদিক ফতিমা রফিক জাকারিয়া প্রয়াত হলেন।
- ভারতের প্রথম মহিলা ক্রিকেট ধারাভাষ্যকার চন্দ্রা নাইডু (ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের অধিনায়ক সি কে নাইডুর কন্যা) প্রয়াত হলেন।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী যুবরাজ ফিলিপ প্রয়াত হলেন।
- প্রয়াত হলেন প্রবীন অভিনেতা সতীশ কল।
- করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খ্যাতনামা শ্যুটিং কোচ সঞ্জয় চক্রবর্তী।
- পদ্মশ্রী প্রাপক ঐতিহাসিক যোগেশ প্রভীন প্রয়াত হলেন।
- 1958 সালের এশিয়ান গেমসের রৌপ্য-জয়ী ভারতীয় হকি দলের সদস্য বলবীর সিং জুনিয়র প্রয়াত হলেন।
- ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার জি.ভি.কে. কৃষ্ণমুর্তি প্রয়াত হলেন।
- সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- এর প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিং প্রয়াত হলেন।
- প্রাক্তন ভারতীয় ফুটবলার আহমেদ হুসেইন লালা প্রয়াত হলেন।
- Adobe Inc. -এর সহ প্রতিষ্ঠাতা চার্লস গেসকে প্রয়াত হলেন।
- কন্নড় ভাষার প্রবীণ লেখক গঞ্জম বেঙ্কটাসুব্বাইয়া প্রয়াত হলেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের 42তম উপরাষ্ট্রপতি ওয়াল্টার মন্ডালে প্রয়াত হলেন।
- ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কারের পথিকৃৎ এবং রিজার্ভ ব্যাঙ্কের 13 তম গভর্নর মাইডাভোলু নরসিংহম প্রয়াত হলেন।
- জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমী, সরস্বতী সম্মান এবং রবীন্দ্র পুরস্কারে সম্মানিত স্বনামধন্য বাংলা কবি শঙ্খ ঘোষ প্রয়াত হলেন।
- চাদ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইদ্রিস ডেবি ইতনো প্রয়াত হলেন।
- মারাঠি এবং হিন্দি সিনেমার প্রবীণ অভিনেতা কিশোর নন্দলাস্কর প্রয়াত হলেন।
- বিখ্যাত কাওয়ালি গায়ক ফরিদ সাবরি প্রয়াত হলেন।
- করোনা আক্রান্ত হলে চলে গেলেন সঙ্গীত পরিচালক নাদিম-শ্রাবন জুটির শ্রাবন রাঠোড়।