ইতিহাস জিকে পার্ট 1
1) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?
- 1191 সালে।
- দ্বিতীয় যুদ্ধ 1192 সালে।
2) পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
- 1526 খ্রীঃ।
- ইব্রাহীম লোদী ও বাবরের মধ্যে।
3) সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
- 1857 সালে।
- সেইসময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
4) ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?
- মরক্কো থেকে।
- মহম্মদ বিন তুঘলকের আমলে ভারতে এসেছিলেন।
5) 'রামচরিত মানস' কার রচনা?
- কবি তুলসিদাস।
- 'রামচরিত' লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী।
6) হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন?
- হর্ষবর্ধনের আমলে।
- হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে।
- হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট।
7) 'অর্থশাস্ত্র' কে রচনা করেছিলেন?
- কৌটিল্য বা চাণক্য।
- অর্থশাস্ত্রের বিষয় অর্থনীতি নয়, রাজনীতি এবং প্রশাসন নিয়েই লিখেছিলেন চাণক্য।
8) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
- সিমুক।
- শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্নী।
- শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্নী।
9) আইহোল প্রস্তুতি কার রচনা?
- রবিকীর্তি।
- দ্বিতীয় পুলকেশীর সভাকবি।
10) হুমায়ুননামা কে রচনা করেন?
- গুলবদন বেগম।
- সম্রাট হুমায়ূনের ভগিনী ছিলেন।