পরিবেশ সংক্রান্ত জিকে
সবধরনের সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার জন্য পরিবেশ বিষয়ক সাধারণ জ্ঞান।
141. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি।
142. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ নাইট্রোজেন (৭৮.০৮%)।
143. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ২০.৯৪%।
144. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০৩%।
145. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ আর্গন (০.৯৩%)।
146. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০০০০৬%।
147. ওজোন স্তর ধ্বংসের কারণ কোন গ্যাস?
উঃ ক্লোরোফ্লুরো কার্বন (CFC)।
148. অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে কোন গ্যাস?
উঃ ওজোন গ্যাস (O3)।
149. ত্বকের ক্যান্সারের প্রধান কারণ কী?
উঃ ওজোন স্তর ক্ষয়।
150. ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন দেশ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
151. ওজোন গ্যাসের রং কী?
উঃ নীলাভ।
152. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত?
উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে।
153. ওজোন গহ্বরের মান প্রকাশ করা হয় কোন এককে?
উঃ ডবসন।
154. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?
উঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
155. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
উঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার (অনেকের মতে ম্যাগনেটোস্ফিয়ার)।
156. সাধারন তাপ হ্রাস-এর হার কত?
উঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C।
157. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
158. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?
উঃ মেরু অঞ্চলে।
159. চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল?
উঃ উত্তরপ্রদেশ।
160. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- কেরলে।
পরিবেশ বিদ্যার সমস্ত জিকে