প্রশ্নোত্তরে সাধারণ বিজ্ঞান

বিজ্ঞানের সাধারণ জ্ঞান

বিজ্ঞানের জিকে অনেকেরই মাথাব্যথার কারণ হয়। তাই এবছর থেকে আমরা বিজ্ঞানের জিকের উপর বেশি জোর দিয়েছি। একনজরে দেখে নিন- বিজ্ঞানের সমস্ত জিকে
সাধারণ বিজ্ঞান বিষয়ক জিকে

বিষয়- ধাতু-অধাতু-ধাতুকল্প

201) সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
উত্তর- সোনা।

202) সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে?
উত্তর- পারদ।

203) ব্রোঞ্জ তৈরি করতে কোন দুটি উপাদান ব্যবহার করা হয়?
উত্তর- টিন এবং তামা।

204) বিদ্যুতের সেরা পরিবাহী কোন ধাতু?
উত্তর- রূপো।

205) লোহার সঙ্গে কোন উপাদান উপাদান মিশে মরিচা গঠিত হয়?
উত্তর- অক্সিজেন।

206) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?
উত্তর- জিংক।

207) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?
উত্তর- এন্টিমনি।

208) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
উত্তর- কার্বন।

209) সবচেয়ে সক্রিয় ধাতু কি ?
উত্তর- পটাসিয়াম।

210) সাধারণ তাপমাত্রায় কোন অধাতু তরল অবস্থায় থাকে?
উত্তর- ব্রোমিন।