12 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

12 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) জাতীয় উৎপাদনশীলতা পরিষদের 61 তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো।
- এবছরের থিম ছিল 'সার্কুলার ইকোনমি ফর প্রোডাক্টিভিটি এন্ড সাসটেইনেবিলিটি'।

2) মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ সংসদ ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রতিকৃতি উন্মোচন করলেন।

3) লোকসভায় পাস হলো অর্থবিল 2019।

4) টুইটারের প্রধান জ্যাক ডোরসেকে তলব করল পার্লামেন্টারি প্যানেল অন্য ইনফরমেশন টেকনোলজি।

5)  আইসিসি টি-20 র‍্যাঙ্কিংয়ে 2 এবং 6 নাম্বারে উঠে এলো যথাক্রমে জেমিমা রডরিগস ও স্মৃতি মন্ধনা।