17 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার কে হল?- চেন্নাইয়ের ডি গুকেশ (12বছর 7 মাস)।
![]() |
ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ |
- ব্যাঙ্গালুরু।
3) সম্প্রতি কোন ব্রিটিশ টেনিস তারকা অবসর ঘোষণা করলেন?
- অ্যান্ডি মুরে।
4) কোন দেশ চাঁদে ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে?
- চীন।
5) ইন্ডিয়া রাবার এক্সপো কোথায় শুরু হল?
- মুম্বাই।
- উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।
6) ইসরো (ISRO)-র UNNATI প্রকল্পটির সম্পূর্ণ নাম কী?
- Unispace Nanosatellite Assembly & Training