16 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ভারতের প্রথম এবং বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী যিনি সাতটি মহাদেশের সপ্তশৃঙ্গ আরোহন করলেন-- সত্যরূপ সিদ্ধান্ত।
![]() |
সত্যরূপ সিদ্ধান্ত |
- রোডিও (ROADEO)।
3) ক্ষুদ্র সেচ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় শুরু হল?
- ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র।
- এবছর নবম।
4) ভারতের কোন অঞ্চলটি একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার জন্য দাবি করল?
- লাদাখ।
5) 2018 সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য কার নাম প্রস্তাবিত হল?
- WHO-এই শুভেচ্ছা দূত ইয়োহেই সাসাকাওয়া।
6) ভারতের বৃহত্তম স্টার্ট-আপ ইকোসিস্টেম কোথায় শুরু হল?
- কেরালা।
7) সদ্য প্রয়াত লেনিন রাজেন্দ্রন কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত?
- সিনেমা।