Environmental Science GK Part-6

পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান
৫১) অপ্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে কোনটির ব্যবহার সর্বপ্রাচীন?
উত্তর- বায়ুশক্তি।
৫২) প্রাকৃতিক গ্যাস উৎপাদনে কোন দেশটি বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর- রাশিয়া।
৫৩) কোন দেশ সর্বাধিক পরিমাণ জৈব গ্যাস ব্যবহার করে?
উত্তর- ভারত।
৫৪) শক্তি উৎপাদনের ক্ষেত্রে বাদামি বিপ্লব বলতে কী বোঝায়?
উত্তর- অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধি।
৫৫) ন্যাপথলিন হল কয়লার একটি-
উত্তর- উপজাত বস্তু।
৫৬) ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী কেন্দ্রটির নাম কী?
উত্তর- বোম্বে হাই।
৫৭) বোম্বে হাই কোথায় অবস্থিত?
উত্তর- আরব সাগরে।
৫৮) ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ সংস্থা কোনটি?
উত্তর- NTPC
৫৯) ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?
উত্তর- তারাপুর।
৬০) সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি?
উত্তর- অ্যানথ্রাসাইট।