পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান
৪১) কয়লার মূল উপাদান কী?
উত্তর- কার্বন।
৪২) কোন যুগে কয়লার উৎপত্তি হয়েছিল?
উত্তর- কার্বনিফেরাস।
৪৩) কোন কয়লাকে 'বাদামি কয়লা' বলা হয়?
উত্তর- লিগনাইট।
৪৪) কোন কয়লা থেকে কোক তৈরি করা হয়?
উত্তর- বিটুমিনাস।
৪৫) কোন জীবাশ্ম জ্বালানিকে 'কালো হীরে' বলা হয়?
উত্তর- কয়লা।
৪৬) কোন জীবাশ্ম জ্বালানিকে 'তরল সোনা' বলা হয়?
উত্তর- পেট্রোলিয়াম।
৪৭) পেট্রোলিয়াম শব্দের অর্থ কী?
উত্তর- পাথরে সঞ্চিত তেল।
৪৮) ভূগর্ভ থেকে নলকূপের মাধ্যমে উত্তোলিত অপরিশোধিত খনিজ তেলকে কী বলে?
উত্তর- ক্রুড অয়েল।
৪৯) পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কোনটি?
উত্তর- ইউরেনিয়াম।
৫০) বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র কোনটি?
উত্তর- ইংল্যান্ডের ক্যালডার।