১লা অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ১লা অক্টোবর কোন কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব নিরামিষাশী দিবস (World Vegetarian Day)
- আন্তর্জাতিক কফি দিবস (International Coffee Day)
- আন্তর্জাতিক প্রবীণ দিবস (International Day of Older Person)
২) এবছর চিকিৎসাবিজ্ঞানে (Physiology/ Medicine) নোবেল পুরষ্কার কারা পেলেন?
- জেমস পি. এলিসন এবং তাসুকু হঞ্জো।
৩) এশিয়ান জুনিয়র স্কোয়াস খেতাব কে জিতলেন?
- যুবরাজ ওয়াধওয়ানি।
৪) সদ্যসমাপ্ত রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
- লিউইস হ্যামিলটন।
৫) "প্রজেক্ট উন্নতি" কীসের সঙ্গে সম্পর্কিত?
- বন্দরের উন্নতিসাধন।
৬) লিঙ্গবৈষম্য দূর করার জন্য কোন ভারতীয় রাজ্য "ফায়ারওম্যান" পদ তৈরি করতে চলেছে?
- কেরালা।
৭) কে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন?
- এন. রবি।
৮) অন্ধ্রপ্রদেশ একটি সৌর-ব্যাটারি উৎপাদন কেন্দ্র স্থাপন করার জন্য কোন মার্কিন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল?
Triton Solar Company ।
৯) ফিজির রাজধানীর নাম কী?
- সুভা (Suva)।
১০) এবছর কোন মহাকাশ গবেষণা সংস্থা ৬০ বর্ষ পূর্তি করতে চলেছে?
- নাসা (NASA)।