১) ৩০শে সেপ্টেম্বর কোন কোন দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব জলাতঙ্ক দিবস (World Rabies Day) এবং আন্তর্জাতিক অনুবাদ দিবস (International Translation Day)
২) জাগরন চলচ্চিত্র উৎসবে "আইকন অফ ইন্ডিয়ান সিনেমা" পুরস্কার কে পেলেন?
- পঙ্কজ কাপুর।
৩) মেথানলকে রান্নার গ্যাস হিসাবে ব্যবহার করার জন্য পাইলট প্রজেক্ট ভারতের কোন রাজ্যে শুরু হয়েছে?
- আসাম।
৪) সম্প্রতি কোন দেশে আয়ুষ তথ্য কেন্দ্র খোলা হয়েছে?
- রোমানিয়া।
৫) বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কততম অধিবেশন চলছে?
- ৭৩ তম।
৬) সার্জিক্যাল স্ট্রাইক-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন উৎসবের সূচনা করলেন?
- পরাক্রম পর্ব (যোধপুরে)।