২৮শে সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) কোন স্বাধীনতা সংগ্রামীকে শহিদ-এ-আজম বলা হয়?
- ভগৎ সিং (আজ তাঁর ১১১তম জন্মবার্ষিকী)।
২) কে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)-এর প্রধান নিযুক্ত হলেন?
- রজনীকান্ত মিশ্র।
৩) ইকোনমিক ফ্রিডম ইনডেক্স বিশ্বের ১৬২টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
- ৯৬তম (প্রথম স্থানে হংকং)।
৪) বধিরদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে?
- ভারতে।
৫) ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল?
- আইজল (মিজোরামের রাজধানী)।
৬) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল কোথায় আয়োজিত হবে?
- লখনৌ।
৭) ভারতের সুপ্রিমকোর্ট ভারতীয় দন্ডবিধির কোন ধারাটিকে অসাংবিধানিক আখ্যা দিল?
- ৪৯৭নং ধারা (যাতে বলা হয়েছে ব্যাভিচারিতা আইনত অপরাধ)।
৮) কোন দেশ এশিয়া কাপ জিতল?
- ভারত (বাংলাদেশকে হারিয়ে)।