১) আজকের দিনটি কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- হিন্দি দিবস (১৯৫৩ সাল থেকে পালিত হয়ে আসছে)।
২) ভারতে প্রথম কোন রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি গাড়ি হিসাবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সূচনা করল?
- দিল্লি (পূর্ব ভারতের প্রথম ঝাড়খন্ড)।
৩) ভারতের প্রাচীন নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর যেটি ৯ বছর পর পুনরায় কাজে লাগানো হল, তার নাম কী?
- অপ্সরা।
৪) ভারতের কোন রাজ্য ই-সিগারেট বিক্রি এবং উৎপাদন নিষিদ্ধ করল?
- তামিলনাড়ু।
৫) ১০০-১০৪ বছর বয়সশ্রেণীর কোন ভারতীয় অ্যথলিট ওয়ার্ল্ড মাস্টার্স অ্যথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জিতলেন?
- মন কৌর।
৬) ভারতের কোন রাজ্য ক্যাশলেস ফার্ম ইকোসিস্টেমে গতি আনার জন্য ই-রাইথু (e-Rythu) চালু করল?
- অন্ধ্রপ্রদেশ।