১) সম্প্রতি কে মরণোত্তর কীর্তি চক্র পেলেন?
২) ভারতের ৫৩তম গ্র্যান্ড মাস্টার (দাবা) নিহাল সারিন কোন রাজ্যের বাসিন্দা?
৩) ভারত সরকারের প্রকল্প "স্বদেশ দর্শন" কোন রাজ্যে প্রথম শুরু হল?
৪) ভারতের কোন রাজ্য ২০১৮ সালের সেপ্টেম্বর মাসটি "Month of Nutrition" হিসেবে পালন করবে?
৫) প্যারাগুয়ের নতুন রাষ্ট্রপতির নাম কী?
উত্তর
১) সিপাহী ব্রহ্ম পাল সিং।
২) কেরালা।
৩) মনিপুর।
৪) রাজস্থান।
৫) মারিও আবদো বেনিটেজ।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।