১) কে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছর মেয়াদ পূর্ণ করেছিলেন?
২) প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মদিনটি কোন দিবস হিসেবে পালিত হয়?
৩) বিশ্ব বসবাসযোগ্যতার সূচকে কোন শহর প্রথম স্থানে রয়েছে?
৪) কোন বলিউড অভিনেতা পথ নিরাপত্তা প্রচারাভিযানের মুখপাত্র নিযুক্ত হলেন?
৫) ২৪তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ ফিলজফি কোথায় আয়োজিত হল?
উত্তর
১) অটলবিহারী বাজপেয়ি (১৬ই আগস্ট, ৯৩ বছর প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ি)
২) Good Governance Day (২৫শে ডিসেম্বর)।
৩) অস্ট্রিয়ার ভিয়েনা (সবথেকে খারাপ সিরিয়া)।
৪) অক্ষয় কুমার।
৫) চীন।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।