১৫ই আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ১৫ই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস?
২) ভারতের একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রথম অধিনায়ক কে ছিলেন?
৩) ভারতের সর্বকনিষ্ঠ গল্ফার হিসেবে কে এশিয়ান ট্যুর খেতাব জিতলেন?
৪) ভারতের চন্দ্র অভিযান চন্দ্রায়ন-২ কোন বিজ্ঞানীর নামে নামাঙ্কিত করা হল?
৫) কোথায় উত্তর ভারতের  প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে?

উত্তর
১) কোরিয়া (উত্তর এবং দক্ষিণ)
২) অজিত ওয়াদেকর (উল্লেখ্য ১৫ই আগস্ট তিনি পরলোকগমন করলেন)।
৩) বিরাজ মাদাপ্পা।
৪) 'বিক্রম' ( বিক্রম সারাভাই-এর নাম অনুসারে)।
৫) জম্মু।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।