১৪ই আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ১৪ই আগস্ট ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের স্বাধীনতা দিবস?
২) বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কোথায় ভারতের প্রথম জেনেটিক ব্যাংকের উদ্বোধন করা হল?
৩) সম্প্রতি কেরালার বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারের কাজে ভারতীয় সেনার বিশেষ অভিযানটির নাম কী?
৪) কে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার নিযুক্ত হলেন?
৫) ২০২০ সালের অলিম্পিক গেমস কোথায় আয়োজিত হবে?
৬) সম্প্রতি কোন রেল স্টেশনটি ভারতের স্বচ্ছতম রেল স্টেশনের সন্মান পেল?
৭) ভারতের কোন শহরটি সবথেকে বসবাসের অযোগ্য বলে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এল?

উত্তর
১) পাকিস্তানের (১৪ই আগস্ট ১৯৪৭)
২) হায়দ্রাবাদ।
৩) অপারেশন সহযোগ।
৪) মিশেল ব্যাসেলেট।
৫) টোকিও, জাপান।
৬) যোধপুর।
৭) রামপুর, উত্তর প্রদেশ (Ease of Living সূচক অনুসারে)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।