১৩ই আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) BIMSTEC-এর পুরো কথাটি কী?

২) রোজার্স কাপ ২০১৮ কে জিতলেন?
৩) ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান "চন্দ্রায়ন-২" কবে শুরু হবে?
৪) ২০২০ সালে কাতারকে পেছনে ফেলে কোন শহর বিশ্বের ধনীতম শহর হতে চলেছে?
৫) Ease of Living 2028 সূচকে কোন শহর প্রথম স্থান অধিকার করল?
৬) মাদ্রাজ হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
৭) ভারতের কোথায় এই প্রথম সম্পূর্ণ মহিলা সদস্যবিশিষ্ট SWAT (স্পেশাল ওয়েপন এন্ড ট্যাকটিক্স) কাজ শুরু করল?


উত্তর
১) Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (সচিবালয়- ঢাকা, বর্তমান চেয়ারম্যানশিপ- নেপাল, সদস্য দেশ- ৭টি যথা- ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড)।
২) রাফায়েল নাদাল।
৩) ৩রা জানুয়ারি ২০১৯।
৪) ম্যাকাও।
৫) পুনে।
৬) বিচারপতি ভি কে তাহিলরামানি।
৭) দিল্লিতে (SWAT হল সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনকারী বিশেষ বাহিনী)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।