১২ই আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) আজ কোন বিখ্যাত ভারতীয় মহাকাশবিজ্ঞানীর জন্মদিন?
২) ১২ই আগস্ট বিশ্বের অনেকগুলি দেশে (ভারতে নয়) কোন দিবস হিসেবে পালিত হয়?
৩) প্রয়াত নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নইপাল কোন দেশের নাগরিক ছিলেন?
৪) রাগবি বিশ্বকাপ ২০১৯ কোন দেশে আয়োজিত হবে?
৫) NASA-র সৌর অভিযানটির নাম কী?


উত্তর
১) বিক্রম সারাভাই (ভারতীয় মহাকাশ গবেষণার পথিকৃৎ)।
২) আন্তর্জাতিক যুব দিবস (ভারতে ১২ই জানুয়ারি)।
৩) ত্রিনিদাদ।
৪) জাপান।
৫) পার্কার সোলার প্রোব (Parker Solar Probe)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।