১) ভারতের কোন উপজাতি-ভাষা (Tribal Language) নিজস্ব উইকিপিডিয়া সংস্করণ পেল?
২) ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর বিশ্ব বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্কে যুক্ত হল?
৩) কে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হলেন?
৪) দিল্লি হাইকোর্টের নবনিযুক্ত মুখ্য বিচারপতির নাম কী?
৫) ভারতের পর্যটন মন্ত্রক ২০১৮ সালের মার্চ মাস থেকে কোন প্রচারাভিযান শুরু করেছে?
৬) কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক আমদানি ও রপ্তানি বিষয়ক কোন এপ্লিকেশন প্রকাশ করল?
উত্তর
১) সাঁওতালি।
২) কাঞ্চনজঙ্ঘা।
৩) রেখা শর্মা।
৪) রাজেন্দ্র মেনন।
৫) ইনক্রেডিবেল ইন্ডিয়া ২.০।
৬) Niryat Mitra (মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু এটির প্রকাশ করেন)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।