১৮ই আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) প্রয়াত হলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব। কী নাম তার?
২) একাদশ বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
৩) ২০১৮ এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে?
৪) ফোর্বস-এর তালিকা অনুসারে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ দরের (Highest Paid) অভিনেত্রী কে?
৫) বর্তমানে ভারতের সবথেকে সম্পদশালী মহিলা কে?
৬) জুনিয়র ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম মেডেল কে পেল?
৭) ২০১৮ এশিয়ান গেমস কোথায় শুরু হল?


উত্তর
১) কোফি আন্নান (৮০ বছর বয়সে প্রয়াত হলেন, ঘানার নাগরিক ছিলেন)।
২) মরিশাস।
৩) সংযুক্ত আরব আমিরশাহী।
৪) স্কারলেট জোহানসন।
৫) স্মিতা ভি. কৃষ্ণা।
৬) এসউ আলবান (Esow Alban, আন্দামানের ছেলে)।
৭) ইন্দোনেশিয়া (৪৫টি দেশের ১১হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।