১) জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন দুই ভারতীয় সোনা জিতলেন?
২) কেন্দ্রীয় সরকারের কোন দপ্তর “পড়ে ভারত বঢ়ে ভারত” প্রকল্প শুরু করল?
৩) BRICS-এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
৪) প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি ২৩শে জুলাই কোন তিনটি দেশের উদ্দেশ্যে রওনা হবেন?
৫) কোন শহর বিশ্বের দীর্ঘতম ‘হাটা পথ’ (Most walkable city) নির্মাণে উদ্যোগী হয়েছে?
উত্তর
১) সচিন রাঠি (৭৪কেজি বিভাগে), দীপক পুনিয়া (৮৬কেজি বিভাগে)।
২) মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (মন্ত্রী- প্রকাশ জাভডেকর)।
৩) ডারবান, দক্ষিণ আফ্রিকা।
৪) রোয়ান্ডা, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা।
৫) লন্ডন।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।