১) ১২ই জুলাই কোন আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়?
২) কোথায় ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে মনুষ্যবিহীন বায়ুযান এবং বুলেটপ্রুফ যানবাহন তৈরি হতে চলেছে?
৩) সম্প্রতি কোন ভারতীয় বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরি মাউন্ট ওজোস ডেল সলাডোতে আরোহন করলেন?
৪) কোন রাজ্যে সম্প্রতি গরীবদের জন্য ‘আন্না ক্যান্টিন’ শুরু হল?
৫) বিএসএনএল-এর সৌজন্যে ভারতের প্রথম ইন্টারনেট টেলিফোনি সিস্টেমকে কী নাম দেওয়া হয়েছে?
উত্তর
১) মালালা দিবস (বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই-এর সম্মানার্থে)
২) রাজস্থানের কোটাতে।
৩) সত্যরূপ সিদ্ধান্ত।
৪) অন্ধ্র প্রদেশ।
৫) উইংস।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।