২৩শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি দুরদর্শনের ইতিহাসে কীজন্য স্মরণীয়?
২) দিল্লি হাইকোর্টের নবনিযুক্ত মুখ্য বিচারপতি কে?
৩) কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন?
৪) Public Affairs Index 2018 অনুসারে ভারতের সবথেকে সুশাসিত রাজ্য (Best Governed State) কোনটি?
৫) সম্প্রতি কোন ক্রিকেটার একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের নজীর গড়লেন?


উত্তর
১) ১৯২৭ সালে আজকের দিনেই প্রথম খবর সম্প্রচারিত হয়েছিল।
২) রাজেন্দ্র মেনন?
৩) লক্ষ্য সেন।
৪) কেরালা (সবথেকে খারাপ বিহার)।
৫) ফাকর জামান।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।