৭ই জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) বর্ণ বৈষম্যের বিরুদ্ধে গান্ধীজির লড়াই কবে শুরু হয়েছিল বলে মনে করা হয়?
২) টি-টোয়েন্টিতে প্রথম কোন ভারতীয় ক্রিকেটার ২০০০ রানের নজীর গড়লেন?
৩) The Making of the Mahatma সিনেমাটি কোন উপন্যাসকে অবলম্বন করে নির্মিত হয়েছে?
৪) ফোর্বসের তালিকা বিশ্বের ধনীতম ক্রীড়া ব্যক্তিত্ব কে?
৫) ২০১৮ ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হতে চলেছে?



উত্তর
১) ৭ই জুন, ১৮৯৩ (ওই দিন পিএমবি স্টেশনে গান্ধীজিকে একটি ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল)।
২) মিতালি রাজ।
৩) অ্যাপ্রেন্টিসশিপ অফ এ মহাত্মা।
৪) ফ্লয়েড মেওয়েদার (আয়- ২৮৫ মিলিয়ন। সেরা একশ ধনী খেলোয়াড়ের তালিকায় একমাত্র ক্রিকেটার এবং একমাত্র ভারতীয় বিরাট কোহলি, উপার্জন- ২৪ মিলিয়ন মার্কিন ডলার)।
৫) রাশিয়া।

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।