৮ই জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ৮ই জুন কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) গ্লোবাল পিস ইনডেক্সে (Global Peace Index) কোন দেশ বিশ্বের সর্বাধিক সুখী দেশ?
৩) কাকে ভারতের সর্বকনিষ্ঠ লেখকের সন্মান দেওয়া হল?
৪) এবছর পলি উমিরগড় পুরষ্কার কে পাচ্ছেন?
৫) দক্ষিণ আফ্রিকার কোন শহরে সম্প্রতি ম্যান্ডেলা-গান্ধী ইউথ কনফারেন্স আয়োজিত হল?
৬) কোন ফলটিকে ত্রিপুরার রাজ্য ফল (State Fruit) হিসেবে ঘোষণা করা হল?
৭) কে এশিয়ান (ASEAN)-এ ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হল?


উত্তর
১) বিশ্ব মহাসাগর দিবস (World Ocean Day)।
২) আইসল্যান্ড (সবথেকে নীচে রয়েছে সিরিয়া, ভারতের স্থান ১৩৭)।
৩) অয়ন গগৈ গোহেইন (Arun Gogoi Gohain)।
৪) বিরাট কোহলি।
৫) পিটারমারিজবার্গ।
৬) কুইন পাইনেপল।
৭) রুদ্রেন্দ্র ট্যান্ডন।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।