৬ই জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ৬ই জুন দিনটি ভারতের ইতিহাসে কী কারণে স্মরণীয়?
২) BAFTA-এর পুরো নাম কী?
৩) জর্ডানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
৪) ভারতের প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী মহিলা IAS কে হলেন?
৫) জাতীয় গোপাল রত্ন পুরষ্কারে কে সম্মানিত হলেন?



উত্তর
১) এই দিনেই শিবাজী সিংহাসনে বসেছিলেন (১৬৭৪ খ্রিস্টাব্দে)।
২) ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস (পিপা হ্যারিস নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন)।
৩) ওমর রাজ্জাজ।
৪) প্রাঞ্জল পাটিল।
৫) ধীরাজ রাম কৃষ্ণা (গবাদি পশু পালন এবং দুগ্ধ উৎপাদনের জন্য দেওয়া হয়)
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।