২২শে জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কোথায় ভারতের বৃহত্তম জাতীয় তথ্য কেন্দ্র (National Data Center) স্থাপিত হতে চলেছে?
২) Sport Illustrated-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার কে পেলেন?
৩) ভারতের প্রথম ট্রান্সজেন্ডার (লিঙ্গান্তরিত) অপারেশন থিয়েটার টেকনিশিয়ান কে?
৪) কোন রাজ্য পুলিশদের জন্য ‘কপ-কানেক্ট’ (Cop Connect) নামক মোবাইল এপ্লিকেশন প্রকাশ করল?
৫) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের তৃতীয় বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
৬) এই যোগ দিবসে কোন শহরে বিশ্বের বৃহত্তম নীরব যোগাভ্যাসের ক্লাস আয়োজিত হয়েছিল?



উত্তর
১) মধ্যপ্রদেশের ভোপালে।
২) কিদাম্বি শ্রীকান্ত।
৩) জিয়া দাস।
৪) তেলেঙ্গানা।
৫) ভারতে।
৬) আমেদাবাদে।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।