২১শে জুন কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ফাস্ট প্যাট্রোল ভেসেল (FPV) প্রকল্পে কোন জাহাজটি উপকূলরক্ষী বাহিনীতে যোগ দিল?
২) আজ আন্তর্জাতিক যোগ দিবসে কোন শহরে এক জায়গায় একই সময়ে সর্বাধিক সংখ্যক মানুষ যোগাভ্যাস করে গিনিস বুকে নাম তুললো?
৩) সম্প্রতি কোন দেশ সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ (UNHR) থেকে সরে এল?
৪) স্মার্ট সিটি মিশনের অন্তর্গত ১০০ তম কোন শহরটি?
৫) ভারতের কোন রাজ্য সবুজায়নের উদ্যেশ্যে i-Hariyali নামের এপ্লিকেশন প্রকাশ করল?
৬) কাকে ভারতীয় অনুকৃতির (mimicry) জনক বলা হয়?
৭) তেল রপ্তানিকারী দেশগুলির সংগঠন বা OPEC-এর সপ্তম সম্মেলন কোথায় হবে?


উত্তর
১) রানী রাসমণি।
২) রাজস্থানের কোটা।
৩) মার্কিন যুক্তরাষ্ট্র।
৪) শিলং (মেঘালয়ের রাজধানী)।
৫) পাঞ্জাব।
৬) নারেলা বেণু মাধব।
৭) অস্ট্রিয়াতে।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।