২১শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) কোন ভারতীয় অধ্যাপিকাকে "মানব কম্পিউটার" আখ্যা দেওয়া হয়েছিল?
২) দক্ষিণ এশীয় জুডো প্রতিযোগিতা কোথায় শুরু হল?
৩) বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা (পুং) কে?
৪) মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত হলেন কোন জনপ্রিয় ডিজে তারকা?
৫) সম্প্রতি কোন রাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রিকরণের কথা ঘোষণা করল?
৬) কোন রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা করল যে "শৌচালয় নেই তো বেতন নেই"?
৭) ভারতীয় রাষ্ট্রকৃত্যকদের (IAS) কে বলেছিলেন 'ভারতের ইস্পাতের কাঠামো'?
উত্তর
১) শকুন্তলা দেবী (আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী; ইনি মনে হিসেব কষেই জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারতেন)
২) নেপালের ললিতপুরে (এবছর এই প্রতিযোগিতার অষ্টম বর্ষ)
৩) রাফায়েল নাদাল,
৪) সুইডেনের জনপ্রিয় ডিজে অ্যাভিসি,
৫) উত্তর কোরিয়া (সম্প্রতি এই দেশের পারমাণবিক অস্ত্র সারা বিশ্বকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল)
৬) জম্মু ও কাশ্মীর,
৭) সর্দার বল্লভভাই প্যাটেল (ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী)।
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)