২০শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ২০-২১ শে এপ্রিল ভারতে কী বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) ২০শে এপ্রিল, ১৮৮৯ কোন কুখ্যাত রাষ্ট্রনেতার জন্মদিন?
৩) কোন দেশের রাষ্ট্রপতি ফ্রান্সের দেওয়া সর্বোচ্চ নাগরিক সম্মান "লিজিওঁ দি অনার" ফিরিয়ে দিলেন?
৪) ভারতের টেবিল টেনিস ফেডারেশন এবছর অর্জুন পুরষ্কারের জন্য কার নাম সুপারিশ করল?
৫) কোন প্রক্রিয়াতে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করা যায়?
উত্তর
১) সিভিল সার্ভিসেস ডে বা রাষ্ট্রকৃত্যক দিবস (এবছর ১২ তম),
২) জার্মানির রাষ্ট্রপ্রধান অ্যাডলফ হিটলার (হিটলারের আত্মজীবনীর নাম মেইন ক্যামফ),
৩) সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ,
৪) মানিকা বাত্রা,
৫) ইমপিচমেন্ট।
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)