২৪শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_ক্যুইজ

১) আজ ২৪শে এপ্রিল ভারতে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ ২০১৮ কে জিতলেন?
৩) শাহজার রিজভি কোন খেলার সঙ্গে যুক্ত?
৪) কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কে আছেন?
৫) লন্ডনের পার্লামেন্ট চত্বরে এই প্রথম কোনো নারীর মূর্তি প্রতিস্থাপিত হল। কে সেই নারী?
উত্তর
১) জাতীয় পঞ্চায়েত রাজ দিবস,
২) মাহমুদ আবু জেইদ,
৩) শ্যুটিং (আজ ISSF শ্যুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জিতলেন রিজভি),
৪) ডঃ হর্ষ বর্ধন (এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী)
৫) বিশিষ্ট নারীবাদী নেত্রী মিলিসেন্ট ফসেট (Millicent Fawcett ),
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক- চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য।)