২৩শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ভারতের কোন রাজ্যে আজকের দিনটি (২৩শে এপ্রিল) খংজোম দিবস হিসেবে পালিত হয়?
২) আজ ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ কতজনকে পরম বিশিষ্ট সেবা মেডেল দিলেন?
৩) নেপালে আয়োজিত দক্ষিণ এশীয় জুডো প্রতিযোগিতায় কোন দেশ চ্যাম্পিয়ন হল?
৪) ১০০ শতাংশ অপ্রচলিত শক্তিতে চালিত ভারতের প্রথম শহর কোনটি?
৫) AFSPA পুরো কথাটি কী?
উত্তর
১) মণিপুরে (১৮৯১ সালের ইঙ্গ-মনিপুর যুদ্ধের বীর সেনাদের সন্মান জানানোর উদ্দেশ্যে),
২) ১৩জনকে (বিশেষ পারদর্শিতার জন্য, সশস্ত্র সেনাবাহিনীর ১৩জন সৈন্যকে)
৩) ভারত,
৪) দিউ (দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত)
৫) Armed Force (Special Power) Act (উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেন্দ্র সরকার কর্তৃক প্রবর্তিত এই আইনটি সেনাবাহিনীর হাতে বিশেষ ক্ষমতা তুলে দিয়েছে, বিভিন্ন সময় এর বিরুদ্ধে প্রতিবাদও করেছেন সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীরা। আজ মনিপুর থেকে এই আইন প্রত্যাহার করল কেন্দ্র)
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)