১০ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়?
২) চম্পারণ সত্যাগ্রহের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন ট্রেন উদ্বোধন করলেন?
৩) ১১শ বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
৪) এশিয়া কাপ কোন দেশ আয়োজন করতে চলেছে?
৫) ভারত সরকার সম্প্রতি কোন রাসায়নিক আমদানি নিষিদ্ধ ঘোষণা করল?
উত্তর
১) প্রতি বছর ১০ই এপ্রিল,
২) চম্পারণ হামসফর এক্সপ্রেস (এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ-বৈদ্যুতিক লোকোমোটিভ।)
৩) মরিশাসে,
৪) সংযুক্ত আরব অমিরশাহী,
৫) অক্সিটোসিন (একে লাভ-হরমোনও বলা হয়)।