৯ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ইকুয়েটরিয়াল গিনির রাজধানীর নাম কী?
২) এবছর কোন কোন বলিউড তারকা দাদাসাহেব ফালকে এক্সিলেন্স পুরষ্কার পেতে চলেছেন?
৩) বিরাট কোহলির পর এবার কোন ভারতীয় ক্রিকেটার কাউন্টি ম্যাচের জন্য স্বাক্ষর করলেন?
৪) এবছর কোন দেশ প্রথমবারের জন্য কান চলচ্চিত্র উৎসবে সিনেমা পাঠাবে?
৫) কোন দেশকে হারিয়ে পুরুষদের টেবিল টেনিসে সোনা জিতল ভারতীয় দল?
উত্তর
১) মালাবো,
২) রণবীর সিং এবং অনুষ্কা শর্মা,
৩) অক্ষর প্যাটেল (ইতিমধ্যে ৪জন ভারতীয় ক্রিকেটার কাউন্টি ম্যাচের জন্য স্বাক্ষর করেছেন যথা- বিরাট কোহলি, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা এবং বরুন আরন।),
৪) সৌদি আরব,
৫) নাইজেরিয়াকে (১২ বছর পর ভারতীয় টেবিল টেনিস দল(পুরুষ) কমনওয়েলথে সোনা জিতল।)