৮ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) আজ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী মানু ভাকের এবং রৌপ্যপদকজয়ী হিনা সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত?
২) আজ কোন খেলায় কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতল ভারতীয় মেয়েরা?
৩) মিক্সড মার্শাল আর্ট WWE এবছর কোন ভারতীয় কুস্তিগীরকে বিশেষ সন্মান জানাতে চলেছে?
৪) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
৫) নাসার (NASA) প্রথম সৌর অভিযানটির নাম কী?
উত্তর
১) শ্যুটিং (Shooting),
২) টেবিল টেনিসে (মহিলাদের) (এই প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জিতল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ঐতিহাসিক জয় বলেছেন)
৩) দারা সিং,
৪) এন্টোনিও গুটেরেস,
৫) "পার্কার সোলার প্রোব" যা আগামী ৩১শে জুলাই সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।