১) কবে থেকে 'বিশ্ব_স্বাস্থ্য_দিবস' পালিত হয়ে আসছে?
২) WHO-এর সদর দপ্তর কোথায়?
৩) এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী?
৪) বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে প্রথম থিম কী ছিল?
৫) ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম কী?
৬) ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কী?
৭) পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী নাম কী?
২) WHO-এর সদর দপ্তর কোথায়?
৩) এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী?
৪) বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে প্রথম থিম কী ছিল?
৫) ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম কী?
৬) ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কী?
৭) পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী নাম কী?
উত্তর
১) ১৯৫০ সালের ৭ই এপ্রিল থেকে (সিদ্ধান্ত হয়েছিল ১৯৪৮ সালের WHO-এর প্রথম অধিবেশনে):
২) জেনেভা, সুইজারল্যান্ড;
৩) ইউনিভার্সাল হেল্থ কভারেজ ফর এভরিওয়ান, এভরিহোয়্যার (Universal Health Coverage for Everyone, Everywhere);
৪) Global Polio Eradication (১৯৯৫ সালে। ওই বছর থেকেই স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে থিমের প্রচলন হয়।);
৫) রাজকুমারী অমৃত কাউর;
৬) শ্রী জগৎ প্রকাশ নাড্ডা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর)
৭) মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন।
#Share #Like #বাংলা_জিকে #বিশ্ব_স্বাস্থ্য_দিবস
২) জেনেভা, সুইজারল্যান্ড;
৩) ইউনিভার্সাল হেল্থ কভারেজ ফর এভরিওয়ান, এভরিহোয়্যার (Universal Health Coverage for Everyone, Everywhere);
৪) Global Polio Eradication (১৯৯৫ সালে। ওই বছর থেকেই স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে থিমের প্রচলন হয়।);
৫) রাজকুমারী অমৃত কাউর;
৬) শ্রী জগৎ প্রকাশ নাড্ডা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর)
৭) মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন।
#Share #Like #বাংলা_জিকে #বিশ্ব_স্বাস্থ্য_দিবস