January 2021 Current Affaris

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

যেকোনো চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপর জ্ঞান থাকা জরুরি। চাকুরি প্রার্থী ছেলেমেয়েদের জন্য এই ব্লগে পুনরায় কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া শুরু করলাম। নানা অসুবিধার কারণে বিগত প্রায় এক বছর কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া বন্ধ ছিল। যাইহোক, নতুন এই উদ্যোগ আশা করি সকলের কাজে লাগবে।

গুরুত্বপূর্ণ দিবসঃ জানুয়ারি ২০২১

কোন দিন কী দিবস
জানুয়ারি ১ইংরেজি নববর্ষ
জানুয়ারি ৪বিশ্ব ব্রেইল দিবস
জানুয়ারি ৯প্রবাসী ভারতীয় দিবস
জানুয়ারি ১০বিশ্ব হিন্দি দিবস
জানুয়ারি ১২জাতীয় যুব দিবস
জানুয়ারি ১৫সেনা দিবস (আর্মি ডে)
জানুয়ারি ২৪জাতীয় কন্যা শিশু দিবস
জানুয়ারি ২৫জাতীয় ভোটার দিবস
জানুয়ারি ২৬ভারতের প্রজাতন্ত্র দিবস
জানুয়ারি ৩০শহীদ দিবস
জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ সচেতনতা দিবস

গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহঃ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঘোষণা করল আইসিসি আওয়ার্ডস অফ দা ডিকেড। বিগত 10 বছরে ক্রিকেটে পারদর্শিতার ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করা হল। বিজয়ীদের তালিকা-
  1. ICC Spirit of Cricket of the Decade: এমএস ধোনি (ভারত)
  2. Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade: বিরাট কোহলি (ভারত)
  3. ICC Men‘s ODI Cricketer of the Decade: বিরাট কোহলি (ভারত)
  4. ICC Men‘s T20I Cricketer of the Decade: রশিদ খান (আফগানিস্তান)
  5. ICC Men‘s Test Cricketer of the Decade: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
  6. ICC Men‘s Associate Cricketer of the Decade: কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)
  7. Rachael Heyhoe Flint Award for ICC Female Cricketer of the Decade: এলিস পেরি (অস্ট্রেলিয়া)
  8. ICC Women‘s ODI Cricketer of the Decade: এলিস পেরি (অস্ট্রেলিয়া)
  9. ICC Women‘s T20I Cricketer of the Decade: এলিস পেরি (অস্ট্রেলিয়া)
  10. ICC Women‘s Associate Cricketer of the Decade: ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
হারমনি ফাউন্ডেশন আয়োজিত মাদার তেরেসা মেমোরিয়াল আওয়ার্ড ফর সোস্যাল জাস্টিস পেলেন- ডাঃ এন্টনি ফৌসি (আমেরিকা), ফাদার ফ্যাবিও স্টিভেনাজি (মিলান, ইতালি), ডাঃ প্রদীপ কুমার (চেন্নাই), আইপিএস সঞ্জয় পান্ডে (মহারাষ্ট্র), বিকাশ খান্না (ম্যানহাটান, ইউএসএ), কে কে শৈলজা (কেরালা)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন ভারতের প্রথম স্বদেশী নির্মিত নিউমোনিয়ার ভ্যাকসিন নিউমোসিল (Pneumosil) চালু করলেন। PATH এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করেছে পুনের সিরাম (Serum) ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

করোনা ভাইরাসের চিকিৎসায় কোভিশিল্ড (Oxford- AstraZeneca নির্মিত) এবং Covaxin ( ভারত বায়োটেক নির্মিত) ব্যবহারের অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

সম্মিলিত জাতিপুঞ্জে (UN) নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস টিরুমূর্থি ঘোষণা করলেন যে, নিরাপত্তা পরিষদের তিনটি গুরুত্বপূর্ণ সংস্থায় ভারত সভাপতিত্ব করবে। সেগুলি হল- তালিবান স্যাংশন কমিটি, কাউন্টার টেরোরিজম কমিটি এবং লিবিয়ান স্যাংশন কমিটি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে 450 কিলোমিটার দীর্ঘ কোচি-ম্যাঙ্গালুরু ন্যাচারাল গ্যাস পাইপলাইন-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প সম্পূর্ণ করতে খরচ হয়েছে 3 হাজার কোটি টাকা।

করোনা অতিমারির কারণে ভারতে এই প্রথম পেপারলেস বাজেট (কেন্দ্রীয়) পেশ হতে চলেছে। উক্ত বিষয়ে উভয় কক্ষেরই অনুমতি পাওয়া গেছে।

Henley Passport Index 2021 প্রকাশ করলো হেনলি এন্ড পার্টনার্স। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট-এর তালিকায় প্রথম স্থানে রয়েছে জাপান, দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। নতুন এই ইনডেক্সে ভারতের স্থান 85 তম। 110 টি দেশের পাসপোর্টর মধ্যে তুলনা করে এই সূচক প্রকাশ করা হয়।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য যে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও একসময় এই ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন।

পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশক্তি নামক পোর্টালের উদ্বোধন করলেন উপজাতী বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করল। পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ- এই তিন প্রকার পদ্ম পুরস্কারের জন্য মোট 119 জনের তালিকা প্রকাশ করা হল।

আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স

ভারতীয় নৌবাহিনীর দেওয়া আইএনএস সিন্ধুবীর সাবমেরিনটিকে মায়ানমার নৌসেনার অন্তর্ভুক্ত করা হল। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, 2020 সালের অক্টোবর মাসে এটি মায়ানমারকে দেওয়া হয়েছিল।

ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন আলেকজান্ডার এলিস।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডঃ রাজ আইয়ার মার্কিন সেনাবাহিনীর চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত হলেন।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হলেন Faustin Archange Touadera.

কিরগিজস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন Sadyr Japarov.

উগান্ডার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন সেদেশের বর্তমান রাষ্ট্রপতি Yoweri Museveni.

মার্কিন যুক্তরাষ্ট্রের 46 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জো বাইডেন, উপরাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস। তিনিই আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি।

পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বারের জন্য জয়ী হলেন বর্তমান রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি'সুজা।

এস্তোনিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন রিফর্ম পার্টির নেত্রী Kaja Kallas.

জাতীয় ঘটনা প্রবাহ

দিল্লি মেট্রোর মেজেন্টা লাইনে দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রথম জাতীয় পথ নিরাপত্তা মাসের (18 ই জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি।
প্রতিবেশী দেশগুলোকে কোভিড-19 টিকা উপহার দেওয়ার উপলক্ষে ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের সূচনা করল ভারত।
গুজরাটের কেবাদিয়াতে স্ট্যাচু অফ ইউনিটিকে সংযোগকারী আটটি নতুন ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিহারের মুখ্যমন্ত্রী সচিবালয়, বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) যৌথভাবে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020 পেল। 
মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে ভারতের প্রথম হট এয়ার বেলুন ওয়াইল্ডলাইফ সাফারি শুরু হল। 
চল্লিশটিরও বেশি প্রজাতির প্রজাপতি, মৌমাছি, পাখি এবং অন্যান্য পতঙ্গ নিয়ে উত্তরাখণ্ডের হলদ্বানীতে (Haldwani) শুরু হল দেশের প্রথম পরাগবহণকারী উদ্যান বা পলিনেটর পার্ক। 
26 তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
মনিপুরের মাওতে চতুর্থ চেরি ব্লসম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। 
অগ্নিকাণ্ড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য ওড়িশার ভুবনেশ্বরে দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। 
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের প্রথমতম পক্ষী উৎসব 'কলরব'-এর উদ্বোধন করলেন। 
24 শে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উত্তরাখণ্ডের দৌলতপুর গ্রামের সৃষ্টি গোস্বামী (19) একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করল। 

নিয়োগ-পদচ্যুতিঃ 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন (GAVI)-এর বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হলেন। 
ইসরোর (ISRO) চেয়ারম্যান কে. শিবন-এর চাকুরির মেয়াদ এক বছর বৃদ্ধি করল কেন্দ্র সরকার। 
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)- এর প্রথম মহিলা প্রধান (চেয়ারম্যান) হলেন সোমা মন্ডল। 
ভারতীয় রেল বোর্ডের নতুন চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) হিসেবে নিযুক্ত হলেন সুনিতা শর্মা। 
ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন উমেশ সিনহা। 
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি পঙ্কজ মিথাল। 
অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতি (প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হলেন সঞ্জয় কাপুর, সচিব (সেক্রেটারি) পদে বহাল থাকলেন ভারত সিং চৌহান। 
অন্ধপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অরুপ কুমার গোস্বামী। 
তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন হিমা কোহলি। 
উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিংহ চৌহান। 
গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুধাংশু ধুলিয়া। 
সিকিম হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী। 

খেলাধুলাঃ 

গোয়ার লিওন মেন্ডনকা (Leon Mendonca, 14 বছর বয়সী) ভারতের 67 তম গ্র্যান্ড মাস্টার হল। 
খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট শুরু হলো কারগিলের চিকটানে। 
পুরুষদের টেস্ট ম্যাচ প্রতিযোগিতায় প্রথম মহিলা ম্যাচ অফিশিয়াল হিসেবে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক (Clair Polosak)। 

প্রয়াণঃ 

পদ্মশ্রী প্রাপক নৃত্য-ইতিহাসবিদ এবং সমালোচক সুনীল কোঠারি প্রয়াত হলেন। 
প্রাক্তন পেশাদার কুস্তিগীর জন হিউবার, যিনি লিউক হারপার নামে অধিক পরিচিত প্রয়াত হলেন।
ওড়িশার কিংবদন্তি সঙ্গীতকার শান্তনু মহাপাত্র প্রয়াত হলেন।
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা মাধবসিংহ সোলাঙ্কি প্রয়াত হলেন।
কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতজ্ঞ পদ্মবিভূষণ ওস্তাদ গোলাম মোস্তফা খান প্রয়াত হলেন।
প্রখ্যাত পর্বতারোহী কর্নেল নরেন্দ্র 'বুল' কুমার, নন্দাদেবী আরোহণকারী প্রথম ভারতীয়, প্রয়াত হলেন।