বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
অক্টোবার ২০১৯
পালনীয় দিবস
1 অক্টোবর- আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তিদের দিবস,
1 অক্টোবর- আন্তর্জাতিক কফি দিবস,
1 অক্টোবর- বিশ্ব নিরামিষ দিবস,
2 অক্টোবর- আন্তর্জাতিক অহিংসা দিবস,
4 অক্টোবর- বিশ্ব প্রাণী দিবস,
5 অক্টোবর- বিশ্ব শিক্ষক দিবস,
অক্টোবর 4-10-বিশ্ব মহাকাশ সপ্তাহ,
অক্টোবর 2-8- জাতীয় বন্যজীবন সপ্তাহ,
8 অক্টোবর- বিমান বাহিনী দিবস (ভারত),
9 অক্টোবর- বিশ্ব পোস্ট দিবস,
10 অক্টোবর- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস,
11 অক্টোবর- আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস,
11 অক্টোবর- বিশ্ব স্থূলত্ব দিবস,
11 অক্টোবর(দ্বিতীয় শুক্রবার)- বিশ্ব ডিম দিবস,
12 অক্টোবর- বিশ্ব অভিবাসী পাখি দিবস,
12 অক্টোবর- বিশ্ব বাত দিবস,
14 অক্টোবর- বিশ্ব মান (Standards) দিবস,
16 অক্টোবর - বিশ্ব খাদ্য দিবস,
17 অক্টোবর- দারিদ্র্য দূরীকরণের আন্তর্জাতিক দিবস,
20 অক্টোবর- বিশ্ব অস্টিওপোরোসিস দিবস,
20 অক্টোবর- বিশ্ব পরিসংখ্যান দিবস,
22 অক্টোবর- আন্তর্জাতিক তোড়জোড় সচেতনতা দিবস,
23 অক্টোবর- আন্তর্জাতিক তুষার চিতা দিবস,
24 অক্টোবর - জাতিসংঘ দিবস,
24 অক্টোবর- বিশ্ব পোলিও দিবস,
24 অক্টোবর- বিশ্ব উন্নয়ন তথ্য দিবস,
25 অক্টোবর- জাতীয় আয়ুর্বেদ দিবস,
27 অক্টোবর- অডিওভিজুয়াল .তিহ্যের জন্য বিশ্ব দিবস,
28 অক্টোবর- আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস,
31 অক্টোবর- জাতীয় ঐক্য দিবস / জাতীয় একতা দিবস,
31 অক্টোবর- বিশ্ব শহর দিবস।
আন্তর্জাতিক
1) প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবে রুপে কার্ড চালু করবেন।
2)ক্যালিফোর্নিয়ায় দাবানল, বাতাসের জেরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
3) ইউনাইটেড নেশনস বিশ্ব খাদ্য কর্মসুচী 'ফিড আওয়ার ফিউচার' সিনেমা ও বিজ্ঞাপন প্রচার শুরু করল।
4)ইতালি ২০২০ সাল থেকে ডিজিটাল জায়ান্টদের উপর ওয়েব ট্যাক্স প্রবর্তন করবে।
5)সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রথম স্নাতক স্তরের, গবেষণা ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করেছে।
6)বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দ্রুত বর্ধমান অর্থনীতিতে পরিণত হয়েছে।
গুরুত্বপুর্ণ নিয়োগ
1)জয় ভগবান ভোরিয়া- পাঞ্জাব এবং মহারাষ্ট্র সমবায় ব্যাংকের জন্য নতুন প্রশাসক।
2) সুরজিৎ এস ভাল্লা - আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ভারতের নির্বাহী পরিচালক।
3) কে এস ধাতওয়ালিয়া- প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) মহাপরিচালক।
4) মল্লিকার্জুনা রাও- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও।
5) অভিষেক সিং- মাইগভ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার।
6) পি কে গুপ্তা- এনবিসিসির চেয়ারম্যান এবং এমডি (জাতীয় বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন)।
7) সুশীল চন্দ্র মিশ্র- ম্যানেজিং ডিরেক্টর এবং অয়েল ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
8) আমুর এস লক্ষ্মীনারায়ণ- ব্যবস্থাপনা পরিচালক এবং টাটা কমিউনিকেশনসের গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার।
9) কে সতীশ রেড্ডি- 2019-2021-এর জন্য ভারতীয় ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের (আইপিএ) সভাপতি।
10)অনুপ কুমার মেন্ডিরত্ত- ইউনিয়ন আইন সম্পাদক (সচিব, আইন বিষয়ক)।
11) জে.পি.এস. চাওলা- অ্যাকাউন্টারের নিয়ন্ত্রক জেনারেল (সিজিএ), অর্থ মন্ত্রণালয়, ব্যয় অধিদফতর।
12) অনুপ কুমার সিং- জাতীয় সুরক্ষা গার্ডের মহাপরিচালক (এনএসজি)।
আন্তর্জাতিক নিয়োগ
1) আন্তোনিও কস্তা - পর্তুগালের প্রধানমন্ত্রী।
2) কিশান দান দিওয়াল- জর্জিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত।
3) কাইস সাইয়েদ- তিউনিসিয়ার পরবর্তী রাষ্ট্রপতি।
4) জোকো উইদোডো- ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি।
5) উপেন্দ্র সিং রাওয়াত- নিকারাগুয়া প্রজাতন্ত্রের পরবর্তী রাষ্ট্রদূত।
6) ফিল সিমন্স- ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ।
7) গোদাভারতী ভেঙ্কটা শ্রীনিবাস- কাবো ভার্দে প্রজাতন্ত্রের পরবর্তী রাষ্ট্রদূত।
8) আলবার্তো ফার্নান্দেজ- আর্জেন্টিনার রাষ্ট্রপতি।
9) মকগুইয়েসি মাসিসি- বোতসোয়ানের রাষ্ট্রপতি।
10) ইভো মোরালেস- বলিভিয়ার রাষ্ট্রপতি।
11) সোফি উইলমস - বেলজিয়ামের প্রধানমন্ত্রী।
12) বীরেন্দ্র সিং যাদব- ইরাকের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত।
13) মুক্তেশ কুমার পরদেশী- সামোয়াতে ভারতের পরবর্তী হাই কমিশনার।
14) রাফায়েল গ্রোসি- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক।
পুরস্কার
- 2019 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।
- পোলিশ ঔপন্যাসিক ওলগা তোকারচুক এবং অস্ট্রীয় লেখক পিটার হান্ডকে যথাক্রমে 2018 ও 2019 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন।
- চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের উইলিয়াম কায়েলিন জুনিয়র, স্যার পিটার জে র্যাটক্লিফ ও গ্রেগ এল সোমেনজাকে।
- যুক্তরাষ্ট্রের জিম বিপলস এবং সুইজারল্যান্ডের মিশেল মাইওর ও দিদিয়ে কোলজকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- লিথিয়াম আয়োন ব্যাটারি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন গুডেনো, স্টানলি হুইটিংহ্যাম ও জাপানের আকিরা ইওশিনো। জন গুডেনোর বয়স 97, তিনি সবচেয়ে বর্ষীয়ান নোবেল বিজয়ী।
- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিত ব্যানার্জি, ফরাসি-আমেরিকান এসতার ডুফলো এবং যুক্তরাষ্ট্রের মাইকেল ক্রেমের এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
প্রয়াণ
1. কে পি এস মেনন- প্রাক্তন বিদেশ সচিব,
2. ভি গণেশান- আজাদ হিন্দ বাহিনীর সদস্য,
3.হরগোবিন্দ লক্ষ্মীশঙ্কর ত্রিবেদী- খ্যাতিমান নেফ্রোলজিস্ট এবং পদ্মশ্রী পুরষ্কার প্রাপক,
4.এম গোপাল গৌড়- কুখ্যাত কোঙ্কানি লোক শিল্পী,
5.আলেक्सी লিওনোভ কসমোনাট (স্পেসওয়াক সঞ্চালনকারী প্রথম ব্যক্তি্,
6.কালিদাস কর্মকার- প্রখ্যাত বাংলাদেশ চিত্রশিল্পী,
7.আলেসিয়া অ্যালোনসো- কিউবার কিংবদন্তি ব্যালে নৃত্যশিল্পী,
8. কেবি সিদ্দাইয়া- সমাজ-রাজনৈতিক দার্শনিক ও লেখক।