2019 মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
পালনীয় দিবস
1: শ্রম দিবস বা মে দিবস
3: বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস
4: আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবস
7: বিশ্ব অ্যাথলেটিক্স দিবস
8: বিশ্ব রেড ক্রস দিবস
11: জাতীয় প্রযুক্তি দিবস
12: আন্তর্জাতিক নার্স দিবস
15: আন্তর্জাতিক পরিবার দিবস
17: বিশ্ব টেলিকম দিবস
21: সন্ত্রাসবাদ বিরোধী দিবস
24: কমনওয়েলথ দিবস
31: বিশ্ব তামাক-বিরোধী দিবস।
আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ
১) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রনায়ক যিনি জাপানের নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করলেন।
২) আলজেরিয়া এবং আর্জেন্টিনাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৩) তাইওয়ান হল এশিয়ার প্রথম দেশ যেখানে সমকামী বিবাহ আইনসিদ্ধ ঘোষিত হল।
৪) গ্রেট বৃটেনের পার্লামেন্ট বিশ্বের প্রথম আইনসভা যেখানে পরিবেশ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
৫) 29শে মে 12তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল নেপাল।
১) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রনায়ক যিনি জাপানের নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করলেন।
২) আলজেরিয়া এবং আর্জেন্টিনাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৩) তাইওয়ান হল এশিয়ার প্রথম দেশ যেখানে সমকামী বিবাহ আইনসিদ্ধ ঘোষিত হল।
৪) গ্রেট বৃটেনের পার্লামেন্ট বিশ্বের প্রথম আইনসভা যেখানে পরিবেশ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
৫) 29শে মে 12তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল নেপাল।
জাতীয় ঘটনাপ্রবাহ
১) তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ ভারতের প্রথম ব্লকচেইন-সম্পন্ন জেলা হতে চলেছে।
২) কলকাতায় নেভি সার্ভিস সিলেকশন বোর্ডের সূচনা করা হলো।
৩) বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক নতুন গান প্রচার শুরু করল- "হাওয়া আনে দে"।
৪) কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সমস্ত ব্যাটারিচালিত যানবাহনের জন্য সবুজ নাম্বার প্লেট লাগানোর পরিকল্পনা ঘোষণা করল।
১) তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ ভারতের প্রথম ব্লকচেইন-সম্পন্ন জেলা হতে চলেছে।
২) কলকাতায় নেভি সার্ভিস সিলেকশন বোর্ডের সূচনা করা হলো।
৩) বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক নতুন গান প্রচার শুরু করল- "হাওয়া আনে দে"।
৪) কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সমস্ত ব্যাটারিচালিত যানবাহনের জন্য সবুজ নাম্বার প্লেট লাগানোর পরিকল্পনা ঘোষণা করল।
পুরস্কার ও রেকর্ড
১) গোল্ডম্যান এনভারমেন্টাল প্রাইজ 2019 পেলেন অ্যালফ্রেড ব্রাউনেল (লাইবেরিয়া), বি আগভানস্টেরেন (মঙ্গোলিয়া), আনা লেসোসকা (উত্তর মেসিডোনিয়া), জ্যাকলিন এভান্স (কুক আইল্যান্ড), আলবার্তো কুরামিল (চিলি), লিন্ডা গার্সিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)। উল্লেখ্য যে, এই পুরস্কারকে গ্রীন নোবেল প্রাইজও বলা হয়।
২) পিসি চন্দ্র পুরস্কার 2019 পেলেন ডক্টর দেবি প্রসাদ শেঠি।
৩) জাপানের অর্ডার অফ দি রাইজিং সান পুরস্কার পেলেন শ্যাম শরণ।
৪) বিশ্বের সর্বাধিক দর্শিত কমেডিয়ানের শিরোপা পেলেন কপিল শর্মা।
৫) একটানা 126 ঘন্টা ধরে নাচ করে রেকর্ড করল নেপালের কিশোরী বন্দনা।
১) গোল্ডম্যান এনভারমেন্টাল প্রাইজ 2019 পেলেন অ্যালফ্রেড ব্রাউনেল (লাইবেরিয়া), বি আগভানস্টেরেন (মঙ্গোলিয়া), আনা লেসোসকা (উত্তর মেসিডোনিয়া), জ্যাকলিন এভান্স (কুক আইল্যান্ড), আলবার্তো কুরামিল (চিলি), লিন্ডা গার্সিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)। উল্লেখ্য যে, এই পুরস্কারকে গ্রীন নোবেল প্রাইজও বলা হয়।
২) পিসি চন্দ্র পুরস্কার 2019 পেলেন ডক্টর দেবি প্রসাদ শেঠি।
৩) জাপানের অর্ডার অফ দি রাইজিং সান পুরস্কার পেলেন শ্যাম শরণ।
৪) বিশ্বের সর্বাধিক দর্শিত কমেডিয়ানের শিরোপা পেলেন কপিল শর্মা।
৫) একটানা 126 ঘন্টা ধরে নাচ করে রেকর্ড করল নেপালের কিশোরী বন্দনা।
খেলাধুলা
১) ICC Test Ranking-এ আবার প্রথম স্থানে উঠে এলো ভারত।
২) এই বিশ্বকাপে আফগানিস্তানের দলকে স্পন্সর করবে আমূল।
৩) চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল জিতল মুম্বাই ইন্ডিয়ান্স।
৪) আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা ম্যাচ রেফারি নিযুক্ত হলেন জিএস লক্ষ্মী।
৫) ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল টুর্ণামেন্টে বারোটি সোনা, আঠারোটি রুপো এবং সাতাশটি ব্রোঞ্জের পদকসহ মোট 57টি পুরস্কার জিতল ভারতীয় বক্সাররা।
৬) আলি আলীভ টুর্ণামেন্টে 65 কেজি ফ্রিষ্টাইল বিভাগে সোনা জিতল ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া।
৭) এশিয়ান ইয়ুথ ওমেন হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ এর অষ্টম সংস্করণ আয়োজিত হবে রাজস্থানের জয়পুরে।
৮) এশিয়ান ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের সৌরভ ঘোষাল এবং জ্যোৎস্না চিন্নাপ্পা।
৯) সেরা টেনিস তারকাদের তালিকায় তিন নাম্বারে এলেন রজার ফেডেরার।
১০) ইতালিয়ান ওপেন 2019 জিতলেন রাফায়েল নাদাল (পুরুষ), ক্যারোলিনা প্লিসকোভা (মহিলা)।
১১) মাদ্রিদ ওপেন 2019 জিতলেন নোভাক জোকোভিচ (পুরুষ), কিকি বার্টেনস (মহিলা)।
১) ICC Test Ranking-এ আবার প্রথম স্থানে উঠে এলো ভারত।
২) এই বিশ্বকাপে আফগানিস্তানের দলকে স্পন্সর করবে আমূল।
৩) চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল জিতল মুম্বাই ইন্ডিয়ান্স।
৪) আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা ম্যাচ রেফারি নিযুক্ত হলেন জিএস লক্ষ্মী।
৫) ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল টুর্ণামেন্টে বারোটি সোনা, আঠারোটি রুপো এবং সাতাশটি ব্রোঞ্জের পদকসহ মোট 57টি পুরস্কার জিতল ভারতীয় বক্সাররা।
৬) আলি আলীভ টুর্ণামেন্টে 65 কেজি ফ্রিষ্টাইল বিভাগে সোনা জিতল ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া।
৭) এশিয়ান ইয়ুথ ওমেন হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ এর অষ্টম সংস্করণ আয়োজিত হবে রাজস্থানের জয়পুরে।
৮) এশিয়ান ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের সৌরভ ঘোষাল এবং জ্যোৎস্না চিন্নাপ্পা।
৯) সেরা টেনিস তারকাদের তালিকায় তিন নাম্বারে এলেন রজার ফেডেরার।
১০) ইতালিয়ান ওপেন 2019 জিতলেন রাফায়েল নাদাল (পুরুষ), ক্যারোলিনা প্লিসকোভা (মহিলা)।
১১) মাদ্রিদ ওপেন 2019 জিতলেন নোভাক জোকোভিচ (পুরুষ), কিকি বার্টেনস (মহিলা)।
জীবনাবসান
১) জন সিঙ্গলটন- আফ্রিকান-আমেরিকান চলচ্চিত্রনির্মাতা।
২) মৃণাল মুখার্জি- বাঙালি অভিনেতা।
৩) বিচারপতি বি সুভাষন রেড্ডি- কেরালা হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
৪) বাজিরাও- সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে সংরক্ষিত শেষতম সাদা বাঘ।
৫) বৈদ্যনাথ মিশ্র- ওড়িশার বিখ্যাত অর্থনীতিবিদ।
৬) হীরালাল যাদব- বিখ্যাত ভোজপুরি লোকশিল্পী।
৭) কল্পনা দাস- উড়িষ্যার প্রথম মহিলা পর্বতারোহী
৮) বব হক (Bob Hawke)- অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী।
৯) প্রেম তিনসুলানন্দা- থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।
১০) বিরু দেবগন- বলিউড চলচিত্র নির্মাতা।
১১) বিনি- ভারতের একমাত্র ওরাংওটাং।
১) জন সিঙ্গলটন- আফ্রিকান-আমেরিকান চলচ্চিত্রনির্মাতা।
২) মৃণাল মুখার্জি- বাঙালি অভিনেতা।
৩) বিচারপতি বি সুভাষন রেড্ডি- কেরালা হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
৪) বাজিরাও- সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে সংরক্ষিত শেষতম সাদা বাঘ।
৫) বৈদ্যনাথ মিশ্র- ওড়িশার বিখ্যাত অর্থনীতিবিদ।
৬) হীরালাল যাদব- বিখ্যাত ভোজপুরি লোকশিল্পী।
৭) কল্পনা দাস- উড়িষ্যার প্রথম মহিলা পর্বতারোহী
৮) বব হক (Bob Hawke)- অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী।
৯) প্রেম তিনসুলানন্দা- থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।
১০) বিরু দেবগন- বলিউড চলচিত্র নির্মাতা।
১১) বিনি- ভারতের একমাত্র ওরাংওটাং।
নিয়োগ-নির্বাচন
১) দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদরদাস মোদী।
২) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন জগনমোহন রেড্ডি।
৩) ওড়িশার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নবীন পট্টনায়ক।
৪) সিকিমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন প্রেম সিং গোলেয়।
৫) অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন প্রেমা খান্ডু।
৬) ইফকোর চেয়ারম্যান নিযুক্ত হলেন বলবিন্দার সিং নাকাই।
৭) শপিং অ্যাপ Myntra-র অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।
৮) বিচারপতি ডি এন প্যাটেল দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন।
৯) ভারতীয় নৌসেনার প্রধান নিযুক্ত হলেন করমবীর সিং।
১) দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদরদাস মোদী।
২) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন জগনমোহন রেড্ডি।
৩) ওড়িশার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নবীন পট্টনায়ক।
৪) সিকিমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন প্রেম সিং গোলেয়।
৫) অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন প্রেমা খান্ডু।
৬) ইফকোর চেয়ারম্যান নিযুক্ত হলেন বলবিন্দার সিং নাকাই।
৭) শপিং অ্যাপ Myntra-র অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।
৮) বিচারপতি ডি এন প্যাটেল দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন।
৯) ভারতীয় নৌসেনার প্রধান নিযুক্ত হলেন করমবীর সিং।
বিজ্ঞান-প্রযুক্তি
১) শ্রীহরিকোটা থেকে ভূ-পর্যবেক্ষণমূলক কৃত্রিম উপগ্রহ RISAT-2B সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো।
২) এই প্রথম মহাকাশ গবেষণায় জাপানের বেসরকারি উদ্যোগ। মোমো-3 নামক ক্ষুদ্র রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হলো।
১) শ্রীহরিকোটা থেকে ভূ-পর্যবেক্ষণমূলক কৃত্রিম উপগ্রহ RISAT-2B সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো।
২) এই প্রথম মহাকাশ গবেষণায় জাপানের বেসরকারি উদ্যোগ। মোমো-3 নামক ক্ষুদ্র রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হলো।